বাংলা নিউজ > ক্রিকেট > Chennai Super Kings: চিন্না থালার সঙ্গে… CSK-র অন্দরমহলে ঢুকে পড়া সমীর শেয়ার করলেন ১২ বছর আগের ফটো

Chennai Super Kings: চিন্না থালার সঙ্গে… CSK-র অন্দরমহলে ঢুকে পড়া সমীর শেয়ার করলেন ১২ বছর আগের ফটো

সুরেশ রায়নার সঙ্গে সমীর রিজভি। ছবি-ইনস্টাগ্রাম

৮.৪ কোটি টাকায় এবার চেন্নাই সুপার কিংস কিনে নিয়েছে সমীর রিজভিকে। এবার ১২ বছর পুরনো একটি ছবি শেয়ার করলেন তরুণ এই ক্রিকেটার।

ইতিমধ্যেই হয়ে গিয়েছে আসন্ন আইপিএলের নিলাম। একদিনেই শেষ হয় ক্রিকেটার বাছাই পর্ব। মঙ্গলবার দুপুরে দুবাইয়ের 'কোকা কোলা এরিনা'তে আয়োজন করা হয় এই 'মেগা নিলাম'। চড়া দামে কেনা হয় একাধিক দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারকে। পাশাপাশি, বহু তারকা ক্রিকেটারই আবার জায়গা পায়নি কোনও দলে। তবে এরই মাঝে চেন্নাই সুপার কিংসের মতো জয়ী দলের সদস্য হয়েছেন তরুণ ক্রিকেটার সমীর রিজভি। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা পিঞ্চ হিটার ব্যাটার সুরেশ রায়নার সঙ্গে ১০ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন। এই ছবি ভাইরাল হতেই পড়েছে অজস্র লাইক ও কমেন্টের বন্যা। বহু ক্রিকেটপ্রেমী শুভেচ্ছা জানিয়েছেন সমীরকে আগামী দিনের জন্য।

মঙ্গলবার, অর্থাৎ ১৯ ডিসেম্বর এই প্রথম আইপিএলের কোনও মরশুমের নিলাম অনুষ্ঠিত হল বিদেশের মাটিতে। এদিন একাধিক তরুণ ক্রিকেটারকে বিশাল অর্থের বিনিময়ে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিরা। তার মধ্যে একজন উত্তরপ্রদেশের তরুণ ব্যাটার সমীর রিজভি। ৮ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে তাকে কেনে চেন্নাই সুপার কিংস। 'ইউপি টি২০ লিগ'য়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়ে সকলের এবং সেই দাপুটে ব্যাটিংয়ের ভিত্তিতেই তাঁকে দলে নেয় চেন্নাই।

'ইউপি টি-২০ লিগ'য়ে দ্রুততম শতরানের পাশাপাশি তাঁর গড় ও 'স্ট্রাইক রেট' প্রশংসা কুড়িয়েছে সকলের এবং মনে করা হচ্ছে তিনি আগামীদিনের সুরেশ রায়না। তবে এই সবের মাঝে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সুরেশ রায়না সঙ্গে তাঁর দশ বছর আগের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে দেওয়া, '২০১১ থেকে ২০২৩! কি দ্রুত সময় এগিয়ে যায়।' এই ছবি ভাইরাল হতেই, পড়তে শুরু করে অজস্র কমেন্ট। শুভেচ্ছার পাশাপাশি আসতে থাকে আরও নানারকমের 'প্রশংসার ও তুলনার' কমেন্ট।

প্রসঙ্গত, প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নার মুখে শোনা গেছে সমীরের প্রশংসা। রায়না দাবি করেছেন যে সমীর একজন দুর্দান্ত ক্রিকেটার এবং তিনি যত ম্যাচ খেলবে ততো তাঁর আত্মবিশ্বাস বাড়বে। তিনি বলেছেন, 'সমীর রিজভি একজন তরুণ ক্রিকেটার। ও খুব ভালো খেলোয়াড়। একজন দুর্দান্ত ব্যাটার। ওর ব্যাটিং অনেকের থেকে আলাদা। আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করে। ও যত ম্যাচ খেলবে তত ওর আত্মবিশ্বাস বাড়বে। ইউপি দলের হয়ে যত খেলবে ওর ততই ভালো।'

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

সৌর ও জলবিদ্যুৎ প্রকল্পে হাত অনিল আম্বানির, ভুটানে রিলায়েন্সের বড় ব্যবসা শুরু বেশি মাইনের আশায় PSU সংস্থার অফার ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা-IIT Mandi পুজোয় রসনা তৃপ্ত হোক দক্ষিণী স্টাইলের কাঁকড়া রোস্টে, রেঁধে ফেলুন এভাবে ICC Women's T20I Rankings: হরমনপ্রীতের লম্বা জাম্প, পিছিয়ে পড়লেন স্মৃতি-দীপ্তি পুজোয় অতিথিদের চমকে দিন চম্পারণ মটন রেঁধে, জমে উঠুক দুপুরের আহার আপনার সন্তানের IQ Level কতটা ভালো! জানতে পারবেন এই ৭ উপসর্গ দেখলেই দিল্লির প্রবাসী বাঙালি? রাজধানীতে আয়োজিত কোন কোন পুজো মিস করবেন না এবার ‘আমি……’, প্রথমবার মুখ খুলেই বিস্ফোরক RG করের অভিযুক্ত সঞ্জয়! চার্জ গঠন নভেম্বরে মাছির মস্তিষ্কের ম্যাপ দেখে মানবদের মাথায় কী চলে, বোঝার চেষ্টা বিজ্ঞানীদের অপেরা হাউস থেকে কিংকং! শ্রীরামপুরের পুজোগুলিতে কী কী চমক চলতি বছর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.