অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দল অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ৩টি ওডিআই এবং ২টি ৪ দিনের টেস্ট ম্যাচ খেলবে। ইতিমধ্যেই ৩টি ওডিআই ম্যাচে জয় পেয়েছে ভারত। সোমবার থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচ। তবে এদিনের ম্যাচে ভারতের হয়ে খেলতে দেখা গেল না রাহুল দ্রাবিড়ের পুত্র সমিত দ্রাবিড়কে। জানা যাচ্ছে হাঁটুর চোটের কারণে ম্যাচে খেলতে পারছেন না তিনি। প্রথমে দল ঘোষণা করার সময় তাঁর নাম থাকলেও চোটের কারণে ওডিআই ম্যাচ খেলতে পারেননি। এবার টেস্ট ম্যাচও মিস করলেন সমিত। ভারতের হেড কোচ হৃষিকেশ প্রথম টেস্টের আগে জানান, ‘এখন পর্যন্ত তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন, হাঁটুর চোট থেকে সেরে উঠছেন। আমি এখনও জানি না কী হবে, তবে তাঁর পক্ষে খেলা অসম্ভব বলে মনে হচ্ছে’।
অন্যদিকে প্রাক্তন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের পুত্র সমিতের জন্য এটাই শেষ সুযোগ অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করার। এরপর ১১ অক্টোবর তিনি ১৯ বছর বয়স পেরিয়ে যাবেন। একই সঙ্গে তিনি আর ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না। নিকট সূত্রে জানানো হয়, ‘একদিনের ম্যাচ চলাকালীন MRI স্ক্যান করা হয়েছিল তাঁর। আমরা তাঁকে ৪ দিনের খেলায় যেতে দেবার কথা ভেবেছিলাম, কিন্তু দেখা যাক NCA-তে তিনি কীভাবে এগিয়ে যায়। আমরা তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আমাদের দ্বিতীয় ম্যাচও আছে’।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দল ৭ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ৪ দিনের টেস্ট ম্যাচটি খেলবে। এখনও সমিতের কাছে এক সপ্তাহ সময় রয়েছে নিজেকে সুস্থ করে তোলার জন্য। যদিও বাকিটা সময় হলে বোঝা যাবে। এদিকে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হেড কোচ লাল বলের ক্রিকেটকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট আমাদের তরুণ ক্রিকেটারদের বিকাশে সাহায্য করবে। লাল বলের ক্রিকেট সবসময় একটা পরীক্ষা। ব্যাটসম্যান, বোলার এবং এমনকি ফিল্ডারও নিজেকে যাচাই করতে পারে। বিদেশি দলের বিরুদ্ধে খেলা সত্যিই বড় পাওনা। আমি মনে করি এটা তরুণ ক্রিকেটারদের অনেক সাহায্য করবে ’। উল্লেখ্য, চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছে তারা।