বাংলা নিউজ > ক্রিকেট > বড় সুযোগ পেলেন দ্রাবিড়ের ছেলে, প্রথম বার T20 লিগের নিলামে উঠেই করলেন বাজিমাত

বড় সুযোগ পেলেন দ্রাবিড়ের ছেলে, প্রথম বার T20 লিগের নিলামে উঠেই করলেন বাজিমাত

বড় সুযোগ পেলেন দ্রাবিড়ের ছেলে, প্রথম বার T20 লিগের নিলামে উঠেই করলেন বাজিমাত।

সামিত দ্রাবিড়কে মহারাজা ট্রফি কেএসসিএ টি২০ (KSCA T20) লিগে খেলতে দেখা যাবে। মাইসুরু ওয়ারিয়র্স তাঁকে নিলামে কিনে নিয়েছে। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের নিলামে মাইসুরু ওয়ারিয়র্স তাঁকে ৫০,০০০ টাকায় কিনে নেয়। এই প্রথম এই বড় টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সামিতকে।

ভারতের প্রাক্তন প্রধান কোচ এবং প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় একেবারে চমকে দিলেন। সামিত দ্রাবিড়কে মহারাজা ট্রফি কেএসসিএ টি২০ (KSCA T20) লিগে খেলতে দেখা যাবে। মাইসুরু ওয়ারিয়র্স তাঁকে নিলামে কিনে নিয়েছে। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের নিলামে মাইসুরু ওয়ারিয়র্স তাঁকে ৫০,০০০ টাকায় কিনে নেয়। এই প্রথম এই বড় টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সামিতকে।

মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং পেসার সামিত দ্রাবিড় কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন। এই মরশুমের কোচবিহার ট্রফি জিতেছিল কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দল। এবং সামিত এই বছরের শুরুতে সফরকারী ল্যাঙ্কাশায়ার দলের বিরুদ্ধে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের হয়েও খেলেছেন।

আরও পড়ুন: তিলকের চোটই ভাগ্য খুলে দিয়েছে- রিয়ান পরাগকে শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে রাখার কারণ ফাঁস

বড় সুযোগ রাহুল দ্রাবিড় পুত্রের সামনে

নিঃসন্দেহে এটি সামিত দ্রাবিড়ের কাছে বড় পাওনা। নিজের যোগ্যতা প্রমাণের জন্য একটি বড় মঞ্চ পেয়ে গিয়েছেন সামিত। ওয়ারিয়র্সের একজন প্রতিনিধি সামিতের অন্তর্ভুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন, ‘কেএসসিএ-র হয়ে বিভিন্ন বয়স-ভিত্তিক টুর্নামেন্টে ও অনেক প্রতিশ্রুতি দেখিয়েছে বলে ওকে আমাদের দলে নিয়েছি। এবং ও ভালো খেলবে।’

আরও পড়ুন: ধোনির মতো হেলিকপ্টার শট হাঁকালেও, তাতে নিজস্বতা যোগ করে চমকে দিলেন রশিদ- ভিডিয়ো

মাইসুরুর অধিনায়কত্ব করুণ নায়ারের হাতে

গত মরশুমের রানার্স আপ ছিল মাইসুরু ওয়ারিয়র্স। এবার এই দলের হয়ে নেতৃত্বের দায়িত্বে থাকবেন করুণ নায়ার এবং তাদের বোলিং শক্তিশালী হবে ভারতের পেসার প্রসিধ কৃষ্ণের উপস্থিতিতে। প্রসিধকে এক লাখ টাকায় কেনা হয়েছে। নায়ারকে এই মরশুমে ফ্র্যাঞ্চাইজি দলটি রিটেন করেছে। প্রসিধ সম্প্রতি তাঁর বাঁ-কোয়াড্রিসেপ টেন্ডনে অস্ত্রোপচার করেছে এবং শীর্ষ-স্তরের ক্রিকেটে ফিরতে এই টুর্নামেন্টকেই টার্গেট করেছে।

আরও পড়ুন: ও দক্ষিণ আফ্রিকায় মূর্ছা যাবে… কোহলি, রোহিতের 2027 World Cup খেলা নিয়ে গৌতির দাবি উড়িয়ে দিলেন শ্রীকান্ত

নায়ারের নেতৃত্ব এবং কৃষ্ণার পেস বোলিং দলের পারফরম্যান্সকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। চোট থেকে পুনরুদ্ধারের পরে প্রসিধ কৃষ্ণের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসাটা আসন্ন মরশুমে দলের সম্ভাবনার জন্য বাড়তি প্রত্যাশা যোগ করছে। এই মরসুমে মাইসুরু ওয়ারিয়র্সের বিস্তৃত স্কোয়াডে সামিত দ্রাবিড়ের উল্লেখযোগ্য অন্তর্ভুক্তির পাশাপাশি করুণ নায়ার, কার্তিক সিএ, মনোজ ভান্দাগে সহ অভিজ্ঞ এবং উদীয়মান প্রতিভার সংমিশ্রণে শক্তিশালী দল গড়া হয়েছে।

টুর্নামেন্টের ছ'টি দল: গুলবার্গা মিস্টিক্স, ম্যাঙ্গালুরু ড্রাগনস, মাইসুরু ওয়ারিয়র্স, বেঙ্গালুরু ব্লাস্টার্স, হুবলি টাইগার্স এবং শিবমোগা লায়ন্স।

মাইসুরু ওয়ারিয়র্স দল: করুণ নায়ার, কার্তিক সিএ, মনোজ ভান্দগে, কার্তিক এসইউ, সুচিথ জে, গৌতম কে, বিদ্যাধর পাতিল, ভেঙ্কটেশ এম, হর্ষিল ধর্মানি, গৌতম মিশ্র, ধানুশ গৌড়া, সামিত দ্রাবিড়, দীপক দেবাদিগা, সুমিত কুমার, স্মায়ন শ্রীবাস্তব, ইজে, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সরফরাজ আশরাফ।

ক্রিকেট খবর

Latest News

‘পুজো একসঙ্গেই কাটবে! অষ্টমীতেও…’, রোহনের সঙ্গে কী প্ল্যান, জানালেন অঙ্গনা বিয়ের পাকা কথা অতীত! ইনস্টায় পরস্পরকে আনফলো, ফের প্রেম ভাঙল ফুলকির নায়কের? কিউয়িদের কাছে বিশাল ব্যবধানে হার…খাদের কিনারায় স্মৃতিরা! সেমির রাস্তা কতটা কঠিন? পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি ‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন! ‘হাত পা ঠান্ডা হচ্ছে’, লিখলেন সুদীপ্তা ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ? ‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম একা থাকতে কষ্ট হচ্ছে বলে কারা ফিরে যাবেন প্রাক্তনের কাছে? কী বলছে প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.