অস্ট্রেলিয়ার হয়ে নিজের অভিষেক সিরিজেই নজর কাড়েন ওপেনার ব্যাটার স্যাম কনস্টাস। ব্যাট হাতে মাঠে নেমে মেলবোর্নে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই করেন অর্ধশতরান। ৬০ রান করে যখন তিনি সাজঘরে ফিরছিলেন ততক্ষণে মাঠে উপস্থিত সকলেই অনুমান করে নিয়েছিলেন, ১৯ বছর বয়সী এই ছেলে লম্বা রেসের ঘোড়া।
আরও পড়ুন- VHTর ফাইনালের পরই বৈঠক আগরকরদের! ১৯ তারিখই দল ঘোষণা! ২ পজিশন নিয়ে বিস্তর আলোচনা- রিপোর্ট
মেলবোর্ন টেস্টের প্রথম দিনে স্যাম কনস্টাসকে বিরাট কোহলি কাঁধে ধাক্কা দিতেই তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায় অস্ট্রেলিয়ান সমর্থক, বিশেষজ্ঞ, মিডিয়ার কাছে। গোটা সিরিজে ১টা অর্ধশতরান ছাড়া তেমন বড় চমক দেখাতে না পারলেও তাঁকে নয়নের মণি করেন রাখেন অজিরা। স্যাম কনস্টাসও বিষয়টি বেশ ভালোই উপভোগ করেন। তিনিও সমর্থকদের সঙ্গে মিশে যাচ্ছিলেন।
বিগ ব্যাশ লিগে খেলছেন কনস্টাস-
এবার অস্ট্রেলিয়ান তারকা ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গেই ছবি তুলতে গিয়ে বড় বিপাকে পড়লেন এক অস্ট্রেলিয়ান ক্রিকেটভক্ত। বিগ ব্যাশ লিগে বর্তমানে খেলছেন কনস্টাস। সেখানে তিনি আগেও খেলেছেন এবং নজর কেড়েছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সিরিজ শেষের পর আপাতত বসে না থেকে তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনযোগ দিয়েছেন তিনি।
আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
পার্থ স্কচারের বিরুদ্ধে করেন অর্ধশতরান-
পার্থ স্কচারের বিরুদ্ধে সোমবারই অর্ধশতরান করেছিলেন বিগ ব্যাশ লিগে। সিডনি থান্ডার্সের এই ক্রিকেটার অনুশীলন সেড়ে ফেরার সময়ই তাঁকে দেখে এক সমর্থক যা কাণ্ড ঘটালেন, তাতে অবাক হয়ে গেছেন সকলে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় কনস্টাস অনুশীলন থেকে কিট ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তা দেখে এক ব্যক্তি দ্রুত নিজের গাড়ির পার্ক করে কনস্টাসের সঙ্গে ছবি তুলতে ছোটেন।
আরও পড়ুন-BGTতে শতরান! IPLএ ৬ কোটি! ধন্যবাদ জানাতে হাঁটু ভেঙে তিরুপতি মন্দিরে উঠলেন নীতীশ রেড্ডি
ভাইরাল হওয়া ভিডিয়ো-
তাড়াহুড়ো করতে গিয়ে সেই ক্রিকেটভক্ত আর গাড়ির হ্যান্ডব্রেক মারেননি। কোনও মতে চটজলদি গাড়ি পার্ক করেই দোড়ে চলে আসেন ছবি তুলতে। কিন্তু পিছন ফিরেই দেখেন গাড়িয়ে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তাঁর গাড়ি গিয়ারেও দেওয়া ছিল না। এরপর দৌড়ে এসে গাড়ি থামানোর চেষ্টা করলেও ততক্ষণে সেই গাড়ি পার্কিং লটে দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে বসে।
এরপর অবশ্য সেই সমর্থক কনস্টাসের সঙ্গে ছবি তুলতে পেরেছেন কিনা, তা জানা নেই। তবে এই ভিডিয়ো ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়। ফলে যে গাড়িতে সেই ভক্তের গাড়ি ধাক্কা মেরেছে, তিনি এরপর কি করেছেন সেটাও জানা নেই। তবে অস্ট্রেলিয়ায় এর মধ্যেই যে কনস্টাসের একটা আলাদা রকমের ক্রেজ জন্মে গেছে, সেকথা বলাই বাহুল্য।