অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দুটি ইনিংসেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকানোর পর তাঁকে আত্মবিশ্বাসী দেখালেও দ্বিতীয় টেস্টে তার প্রতিফলন দেখা গেল না। প্রথম ইনিংসে ৮ বলে ৭ রান করে মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান তিনি। বুকের সমান উচ্চতার বল বুঝতে না পেরে আউট হয়ে যান কোহলি। কিছুটা বেশি লাফায় বলটা। এর আগে পার্থেও একইভাবে আউট হয়েছিলেন বিরাট। দ্বিতীয় ইনিংসে ২১ বলে ১১ রানে স্কট বোল্যান্ডের বলে আউট হয়ে যান তিনি। আর একদম ট্রেডমার্ক বিরাট কায়দায় আউট হন। চতুর্থ-পঞ্চম স্টাম্পের বলে বিরাটের যে সমস্যা আছে, তা সকলেরই জানা। আর বোল্যান্ড লাগাতার চতুর্থ স্টাম্প লাইনে বল করে যান। একাধিক বল ব্যাটে লাগেনি। একটা বল ব্যাটে চুমু লেগে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে। আর এ নিয়েই মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি মনে করছেন বিরাটের টেকনিকেই ‘গলদ’ রয়েছে। এ।
দ্বিতীয় ইনিংসে বিরাটের আউট সম্পর্কে ESPN ক্রি ইনফোকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মঞ্জরেকর বলেন, ‘বিরাটের পক্ষে বলার মতো কিছু নেই। তবে যেই ঘটনাগুলি আমি আমার সামনে দেখতে পাচ্ছি আমি সেই সম্পর্কে সত্যিটাই বলব। এটা আমি আগেও বলেছিলাম। ও অফ স্টাম্পের বাইরের বল এবং সুইং বল খেলার জন্য যেই কৌশলটি ব্যবহার করছে, তা মোটেও সঠিক পদ্ধতি নয়।’ কোহলি ৩০ তম শতরান করার পর বাকিদের মতো মঞ্জরেকরও ভেবেছিলেন হয়তো বিরাট আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। ফলে সমস্যাটা কেটে যাবে। এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করছেন, অফস্টাম্পের বাইরের বল খেলার ক্ষেত্রে গুরুতর সমস্যা রয়েছে কোহলির।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সে রান পাচ্ছিল না, অবশেষে শেষ টেস্টে শতরান করে। আপনি তখন কোহলির থেকে আরও ভালো কিছু আশা করবেন, আরও শান্ত এবং দৃঢ় মানসিকতার কোহলিকে দেখতে চাইবেন। কিন্তু এখনও সেই টেকনিকাল গলদ রয়ে গিয়েছে তার। শতরানের পরেও আবার সেই অফস্টাম্পের বাইরের বল খেলতে সমস্যায় পড়ছে ও। যা প্রমাণ করে তার গুরুতর টেকনিকাল সমস্যা রয়েছে, যার সমাধান খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে বিরাট।’
এর আগে এনিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর, তিনি মনে করছেন এর জন্য দায়ী বিরাটের ‘একগুঁয়েমি’। অ্যাডিলেডে প্রথম ইনিংসে বিরাট আউট হতেই তিনি লেখেন, ‘একটা বড় কারণ কেন বিরাটের ব্যাটিং গড় ৪৮-এ নেমে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে বাইরের দিকের বল খেলার ক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হল সে এটা থেকে বেরিয়ে আসার জন্য অন্য কিছু চেষ্টা করবে না বলে ঠিকই করে নিয়েছে।’