মোহনবাগান দলকে তাঁদের সমর্থকরা মেনে থাকেন ভারতের জাতীয় ক্লাব হিসেবে। দেশের বহু মানুষও সেটাই মানেন, কারণ প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগানই ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল। বাঙালির প্রতিবাদ বারবার গর্জে উঠেছিল অভিলাস ঘোষ, শিবদাস ভাদুড়িদের পায়ের জাদুতে। এবার মোহনবাগানের নামকেই উদাহরণ হিসেবে ব্যবহার করল আইপিএলের দল।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
লখনউ সুপার জায়ান্টে সমর্থক চান কর্ণধার-
ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০২২ সালেই দল কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আরপিএসজি গ্রুপের প্রথম গোয়েঙ্কা বাবু বরাবরই খেলার ব্যবসায় নিজেকে জড়িয়ে রেখেছেন। একটা সময় মহেন্দ্র সিং ধোনিকে রাইজিং পুণে সুপার জায়ান্ট দলেও নিয়েছিলেন তিনি। তবে ক্রিকেটের মঞ্চে এখনও পর্যন্ত সাফল্য পায়নি তার লখনউ সুপার জায়ান্ট দল। এই আবহেই মোহনবাগান সমর্থকদের উদাহরণ হিসেবে টানলেন গোয়েঙ্কাবাবু।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
মোহনবাগানের উদাহরণ টানলেন গোয়েঙ্কা-
আসলে শতাব্দী প্রাচিন ক্লাব মোহনবাগানের সমর্থক বিশ্বের সব প্রান্তে রয়েছে। কারণ মোহনবাগান বা ইস্টবেঙ্গল তো কোনও ক্লাব নয়, এগুলো মানুষের আবেগ। এর সঙ্গে মাটির টান রয়েছে। রয়েছে অস্তিত্বের লড়াই, রক্তের সম্পর্ক। সেই কারণে এই ক্লাবগুলোর সমর্থক পেতে কোনওদিন সমস্যা হয়নি। কিন্তু লখনউতে গিয়ে সমর্থকদের এককাট্টা না হতে পারা নিয়েই আক্ষেপ রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার।
সঞ্জীব গোয়েঙ্কার ভিডিয়ো-
সম্প্রতি রনবীর আল্লাবাদিয়ার পডকাস্টে গেছিলেন আরপিএসজির কর্ণধার। সেখানেই গিয়েই লখনউ দলকে নিয়ে কথা বলতে গিয়ে মোহনবাগানের কথা বলেন সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর কথায়, ‘প্রথম ৩, ৪ কি ৬ বছর পরেও যদি লখনউয়ের ২৬ কোটি মানুষের সমর্থন এক জায়গায় আসে, তাহলে দলে জোশ চলে আসবে। আমি ফুটবলে দেখি যখন মোহনবাগান দল খেলে, আর সল্টলেকে ৮০ হাজার সমর্থক মোহনবাগানকে সমর্থন করে। তখন ফুটবলাররা অতিরিক্ত লোড নেয়, অতিরিক্ত দেওয়ার চেষ্টা করে। এটা এলএসজিতেও করতে হবে, গত তিন বছরে সবার সঙ্গে আমরা সেভাবে জুড়তে পারিনি’।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় LSGর-
এমনিতে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে গত আইপিএলেই বিতর্ক তৈরি হয়েছিল, যখন তিনি দলের হারের পর অধিনায়ক লোকেশ রাহুলকে ব্যাপক বকাঝকা করেছিলেন। যদিও সঞ্জীব গোয়েঙ্কার বার্তা ছিল স্পষ্ট, তিনি আবেগ প্রবণ মানুষ। তাই দলের হার মেনে নিতে না পেরেই এমনটা করেছিলেন। তবে রাহুল দল ছেড়ে দেন। এবারে নতুন তারকা ঋষভ পন্তকে তাঁরা ২৭ কোটি টাকায় দলে নিয়েছেন। কিন্তু সমস্যা একটা জাগয়াতেই, প্লেয়াররা তো দল পরিবর্তন করেন। সমর্থকরা তো করেন না। তাই মোহনবাগানের মতো লয়াল সমর্থকের তিনি লখনউতে অভাব বোধ করছেন।