ব্যাট হাতে ছয় বলে শূন্য রান, কঠিন ক্যাচ ফস্কানো, সহজ স্টাম্পিং মিস- লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নেমে প্রথম দিনটা একেবারেই ভালো কাটল না ঋষভ পন্তের। বিশেষত যে স্টাম্পিং ফস্কেছেন, সেটা করতে পারলেই ম্যাচটা জিতে যেত লখনউ। কিন্তু সেটা না হওয়ায় জেতা ম্যাচে হেরে গিয়েছেন পন্তরা। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছে। গতবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পরে কেএল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা যেরকম আচরণ করেছিলেন, সেটা মনে করিয়ে দিয়ে নেটিজেনরা বলতে থাকেন যে পন্তের জন্য অপেক্ষা করে আছেন লখনউয়ের মালিক। আর তারপর কী হবে, তা নিয়ে আলোচনা করতে-করতেই পন্তের সঙ্গে গোয়েঙ্কাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
‘গোয়েঙ্কা স্যারের ক্লাস শুরু হয়ে গিয়েছে’
তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সেটা জানা যায়নি। তাতে অবশ্য নেটিজেনরা থামেননি। এক নেটিজেন বলেন, ‘গোয়েঙ্কা এবং পন্তকে গভীর আলোচনা করতে দেখা যাচ্ছে। নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। আর নিশ্চিতভাবে সেটা রিটেনশনের অফার নয়।’ একইসুরে অপর একজন বলেন, ‘সঞ্জীব স্যারের ক্লাস শুরু হয়ে গিয়েছে। উনি তো সুনীল গাভাসকরের থেকেও কড়া শিক্ষক।’
'পন্ত ভাই, সাবধানে থেকো'
এক নেটিজেন আবার গোয়েঙ্কার গম্ভীর মুখের ছবি দিয়ে লেখেন, 'পন্ত ভাই, সাবধানে থেকো।' অপর এক নেটিজেন বলেন, ‘পন্ত ঝাড় খাবেন। ডাগ-আউটে অপেক্ষা করছেন গোয়েঙ্কা।’ একজন আবার গোয়েঙ্কার গম্ভীর মুখের ছবি পোস্ট করে বলেন, ‘সঞ্জীব গোয়েঙ্কা ভাবছেন যে ২৭ কোটি টাকা দিয়ে কাকে দলে নিয়ে নিলাম?’ অপর একজন বলেন, ‘কেএল রাহুল আজ শান্তি পাচ্ছেন।’ একইসুরে একজন বলেন, ‘ম্যাচের পরে গোয়েঙ্কা ও পন্তের মধ্যে কী কথাবার্তা হচ্ছে, সেটা দয়া করে আমায় পাঠাবেন।’
রাহুলের ঘটনার জেরে বইছে মিমের বন্যা
আর সোশ্যাল মিডিয়ায় যে এরকম মিমের বন্যা আছে, সেটার নেপথ্যে আছে ২০২৪ সালের একটি ঘটনা। হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জাজনক হারের পরে লখনউয়ের তৎকালীন অধিনায়ক রাহুলকে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। আর উত্তেজিতভাবে কিছু বলতে দেখা গিয়েছিল গোয়েঙ্কাকে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল। গোয়েঙ্কাকে 'টক্সিক বস' বলেও আক্রমণ শানিয়েছিলেন অনেকে।
আরও পড়ুন: IPL 2025, LSG vs DC- কেউ নেয়নি, বদলি হয়েই প্রথম ওভারে ২ উইকেট শার্দুলের, LSG-র ২ অনামী স্পিনার কারা?
পরবর্তীতে গোয়েঙ্কার সঙ্গে হাসিমুখে রাহুলকে দেখা গেলেও ভারতীয় তারকা যে একেবারেই খুশি ছিলেন না, তা নিয়ে কোনও সন্দেহ নেই নেটিজেনদের। রাহুলও বলেছিলেন, ‘আমি নতুন করে শুরুটা করতে চাই। আমি নিজের সুযোগ খুঁজে দেখতে চাই। আমি এমন জায়গায় গিয়ে খেলতে চাই, যেখানে আমি কিছুটা স্বাধীনতা পাব। যেখানে দলের পরিবেশ কিছুটা হালকা হবে। কখনও কখনও আপনাকে সরে যেতে হয়। আর নিজের জন্য ভালো কিছু খুঁজে নিতে হয়।’