দুবাইয়ে একসঙ্গে দেখা গেল সঞ্জু স্যামসন এবং এস শ্রীসন্থকে। দু’জনকেই সেখানে ভালো সময় কাটাতে দেখা গিয়েছে। মঙ্গলবার শ্রীসন্থ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুগামীদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো পোস্ট করেন, সেখানেই এই দুই ক্রিকেটারকে একসঙ্গে দেখা গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে তিনি আশা প্রকাশ করেছেন যে স্যামসন ক্রিকেটে ভালো পারফরম্যান্স চালিয়ে যাবেন। তিনি লিখেছেন- ‘ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক। তুমি এই ভাবেই ভালো করতে থাকো এবং আমাদের সকলকে গর্বিত করতে থাকো। বিশেষ করে মালায়লাম সম্প্রদায়, ভারতীয় এবং প্রত্যেক ক্রিকেট প্রেমী তোমার খেলার স্টাইল খুব পছন্দ করে থাকে। সামনে এগিয়ে চলো, আরও উন্নতি করো এবং অনুপ্রাণিত থাকো। উন্নতির কোনও সীমা হয় না।’
সঞ্জু স্যামসন বিগত কয়েকটি ম্যাচে ভারতের হয়ে বেশ নজর কেড়েছেন। লাগাতার টি-২০ ক্রিকেটে শতরান হাঁকিয়ে চমকে দিয়েছেন সকলকে। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তিনি ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন। শুধু তাই নয়, উইকেটের পিছনেও বেশ সাবলম্বী তিনি। IPL-এ লাগাতার ভালো পারফরম্যান্স করে আসছেন সঞ্জু। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ পাননি বলেই দাবি করে আসতেন তাঁর ভক্তরা। এবছর ছবিটা বদলায়। গম্ভীর জামানায় স্বল্প ওভারের ক্রিকেটের ক্ষেত্রে ভারতীয় দলের একজন নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। ১৭ বছর বয়সে কেরলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সঞ্জুর। প্রথম বছরেই ৫ ম্যাচে ২৫০ রান করে সকলের নজর কাড়েন তিনি।
ভারতের হয়ে সর্বশেষ টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। ৫৬ বলে ১০৫ রান করেছিলেন সঞ্জু। স্ট্রাইক রেট ছিল ১৯৪.৬৪। টি-২০ ক্রিকেটে তাঁর পরিসংখ্যান চোখে পড়ার মতো। এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৭টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৮১০, গড় ২৭.৯৩। স্ট্রাইক রেট ১৫৫.১৭। ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ১১১, যা তিনি এই বছর বাংলাদেশের বিরুদ্ধে হাঁকিয়েছেন। IPL পরিসংখ্যানও যথেষ্ট চোখে পড়ার মতো তাঁর। এখনও পর্যন্ত সঞ্জু এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ১৬৭টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৪,৪১৯, গড় ৩০.৬৯। সর্বোচ্চ স্কোর ১১৯ এবং স্ট্রাইক রেট ১৩৮.৯৬। এখনও পর্যন্ত IPL-এ ২৫টি হাফ সেঞ্চুরি এবং ৩টি সেঞ্চুরি করেছেন সঞ্জু। IPL ২০২৫-এর জন্য তাঁকে রিটেন করেছে রাজস্থান রয়্যালস।