সাম্প্রতিক সময় ভারতীয় ক্রিকেট দলে খুব বেশি সুযোগ না পেলেও যখন সুযোগ পেয়েছেন, এখনও পর্যন্ত নজর কাড়তে পারেননি সঞ্জু স্যামসন। বরং হতাশই করেছেন শ্রীলঙ্কা সিরিজে, যা নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে। কটুক্তির মুখেও পড়তে হয়েছে তাঁকে। অনেকেই দাবি করেছেন সুযোগ না পাওয়ার জন্যই স্যামসনের পারফরমেন্স গ্রাফ নিম্নগামী হয়েছে।
সঞ্জু স্যামসন এবারের আইপিএলে দুরন্ত ফর্মে থাকলেও এরপর টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে সুযোগ পাননি। ছিলেন স্কোয়াডে, তবে ওইটুকুই। প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে ০ রান করে প্রবল সমালোচিত হন। তবে ২০১৪ সালে অভিষেক করা কেরলের এই ক্রিকেটারের জাতীয় দলে খারাপ পারফরমেন্সের জন্য নিয়মিত সুযোগ না পাওয়ার কারণকেই দুষছে ক্রিকেটমহল। যদিও সেসব নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্যামসন।
ভারতীয় দলে এই মূহূর্তে ব্যাটিং অর্ডারে প্রতি পজিশনেই রয়েছে স্বাস্থ্যকর লড়াই। প্রত্যেকটি পজিশনের জন্য রয়েছে একাধিক বিকল্প, ফলে সঞ্জুকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি ধারাবাহিকভাবে। উইকেটরক্ষক পজিশনেও লড়াইয়ে রয়েছেন ঋষভ পন্থ, লোকেশ রাহুলরা। সঞ্জু অবশ্য দলে তাঁর থাকা বা না থাকার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন দলের জয়কেই। ২০২৪ কেরল ক্রিকেট লিগের অনুষ্ঠানে গিয়ে ভারতীয় এই ক্রিকেটার জানালেন, তাঁর কাছে প্রাধান্য দলের জয়।
আরও পড়ুন-শেষ হল ভারতের প্যারিস অলিম্পিক্স অভিযান! এবার এল ৬টি পদক! একঝলকে শনিবারের হাইলাইটস…
সেপ্টেম্বরে ২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত থিরুবনন্তপুরমে বসছে কেরল ক্রিকেট লিগের প্রথম সংস্করণের আসর। সেখানে আইকন ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সঞ্জু। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেই রাজস্থান রয়্যালসের অধিনায়ক বলছেন, ‘যখনই আমি ভারতীয় দলে সুযোগ পাব, আমি গিয়ে খেলব আর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ব্যস এইটুকুই। দিনের শেষে আমাদের দল তো ভালো খেলছে, সেটাই আসল কথা। আমি এমন ধরণের মানুষ, যার কাছে বৃহত্তর স্বার্থই প্রাধান্য পায়। আমার হাতে যে বিষয়গুলো রয়েছে আমি সেদিকে নজর দেব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই খেলার চেষ্টা করব ’।
আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…
ভারতীয় দলের জার্সিতে ১৬টি একদিনের ম্যাচে সঞ্জু স্যামসন করেছেন ৫১০ রান, ব্যাটিং গড় ৫৬। তবে ৩০টি টি২০ ম্যাচে তাঁর রান মাত্র ৪৪৪, গড় ২০-র নিচে, যা নিয়ে তিনি নিশ্চয় সামান্য হলেও অস্বস্তিতেই থাকবেন।