বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে দুরন্ত শতরান করেছেন সঞ্জু স্যামসন। বহু বছর ধরেই জাতীয় দলে তাঁর আনাগোনা, কিন্তু কখনই নিজের নামের প্রতি সুবিচার করে দলে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। পরে এসেও ইশান কিষান, লোকেশ রাহুল, ঋষভ পন্তরা নিজেদের জায়গা মজবুত করে চলে গেছেন, কিন্তু সঞ্জু ব্যর্থ হয়েছেন বারে বারে। কিন্তু সম্প্রতি তিনি ফর্মে এসেছেন।
লজ্জায় গম্ভীরের দিকে তাকাতে পারেননি সঞ্জু-
আসলে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রীলঙ্কা সিরিজ হোক বা বাংলাদেশ সিরিজ, সঞ্জু স্যামসনের ওপর ভরসা রেখেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু বারবারই ব্য়র্থ হচ্ছিলেন কেরলের এই ক্রিকেটার। সেই কারণেই একটা সময়ের পর তিনি লজ্জায় গৌতম গম্ভীরের সঙ্গে চোখাচুখি করতে পারছিলেন না, বলছেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক।
আরও পড়ুন-২ বছর নয়! ICC চেয়ারম্যান হিসেবে টানা ৩ বছর থাকতে পারেন জয় শাহ! আসতে পারে নয়া নিয়ম…
দলের দায়িত্ব নিয়েই কঠিন চ্যালেঞ্জের সামনে পড়েন গম্ভীর-
গৌতম গম্ভীর যখন ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন, তখন দল একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিল। অর্থাৎ এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ের দিকে। কারণ টি২০ বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট, রোহিত এবং জাদেজা। একদিকে যেমন তাঁদের উত্তরসুরী বাছাইয়ের কাজ ছিল গৌতির ওপর, তেমনই রোহিত শর্মার পরবর্তী অধিনায়ক বাছাইও করতে হত তাঁকেই।
সঞ্জুকে পরপর দুই সিরিজে সুযোগ-
এরই মধ্যে হার্দিক পান্ডিয়াকে না অধিনায়ক করে, সূর্যকুমার যাদবকে টি২০ ফরম্যাটে অধিনায়ক করার সিদ্ধান্ত নেন গম্ভীর, আগরকররা। তবে সমস্যা তৈরি হয়, এখন ভারতীয় দলের ব্যাক আপ লাইন এতটাই মজবুত যে বেশিদিন কাউকে সুযোগ দেওয়া যাচ্ছে না ব্যর্থ হলে, কারণ সকলেই সুযোগের অপেক্ষায় বসে আছে। তাও সঞ্জুকে পরপর দুই সিরিজেই সুযোগ দেওয়ায়, তিনিও কৃতজ্ঞ গৌতির কাছে।
আরও পড়ুন-ক্রিকেট ক্লাবের হল বুক করে ধর্মীয় কাজে ব্যবহারের অভিযোগ জেমিমার বাবার বিরুদ্ধে! মিলল বড় শাস্তি…
নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম মরিয়াভাবে-
৩৩টি টি২০ ম্যাচে ৫৯৪ রান করা সঞ্জু স্যামসন বলছেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে নিজেকে প্রমাণ করে দেখাবোই। আমায় সুযোগ দিয়ে যে ভুল করেননি গম্ভীর সেটা প্রমাণ করতাম, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধেও যখন প্রথম দুটো ম্যাচে রান পাইনি তখন লজ্জার আর ওনার মুখের দিকে তাকাতে পারিনি, চোখ নামিয়ে রেখেছিলাম। আমি তাই খুব মরিয়াভাবেই চাইছিলাম, বড় রান পেতে ’।
সূর্যর আজ সফল, কারণ কঠোর পরিশ্রম করেছে-
নিজের সঙ্গে অধিনায়ক সূর্যর সম্পর্ক নিয়ে সঞ্জু বলেন, ‘অনেকেই জানে না, আমার সঙ্গে সূর্যর সম্পর্ক দীর্ঘদিনের। আমরা একসঙ্গে জুনিয়র ক্রিকেটেও খেলেছি। বিপিসিএলে খেলার সময়ও আমরা একসঙ্গে ক্রিকেট নিয়ে অনেক আলোচনাই করেছি। তাই আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। আজকের দিনে দাঁড়িয়ে সূর্য অসাধারণ ক্রিকেটার হয়ে উঠেছে, ওর কঠোর পরিশ্রমের জন্যই। আমি দিল্লিতে ওর থেকে শিখতে চেয়েছি কিভাবে এক ধারাবাহিকতায় দেখাতে পারে ও। আর সম থেকে বড় কথা, সূর্য এতটাই স্বচ্ছ আর সরল, ও কোনও কিছুই লুকায় না। অভিজ্ঞতা ভাগ করতে পছন্দ করে ’।