ডট, ছক্কা, ছক্কা, ছক্কা, ছক্কা, ছক্কা- শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ইনিংসের দশম ওভারে ঠিক এভাবেই রিশাদ হোসেনকে নিয়ে ছেলেখেলা করলেন সঞ্জু স্যামসন। এমন বেধড়ক মারছিলেন যে একটা সময় দেখে মনে হচ্ছিল যে রিশাদ প্রথম বলটায় ডটটা দিয়ে মারাত্মক ভুল করে ফেলেছেন। আর সেটার প্রতিশোধ তুলছেন সঞ্জু। একটা ডট বলের বদলা হিসেবে যেন ওভারের বাকি পাঁচটা বলে পাঁচটা ছক্কা হাঁকালেন ভারতীয় তারকা। যে ওভারের সুবাদে ভারতের ইনিংসে আরও গতি এসে যায়। এমনিতেই ভারতীয় ইনিংস প্রবল বেগে এগোচ্ছিল। রিশাদের ওই ওভারটায় ভারত আরও ছন্দ পেয়ে যায়। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২৯৭ রান তোলে ভারত। যা আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান।
২ ওভারে ৪৬ রান খরচ রিশাদের
আর সেই রেকর্ড যখন তৈরি হয়েছে, তখন শুধুমাত্র রিশাদের একার দিনটা খারাপ যায়নি। বাংলাদেশের সব বোলারই বেধড়ক মার খান। তবে রিশাদের দিনটা সবথেকে বেশি ভয়াবহ ছিল। দু'ওভারে খরচ করেন ৪৬ রান। আর ৩০ রানটা আসে দশম ওভার থেকে। ওই ওভারের প্রথম বলটা ডট করেন। পরের পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারেন।
আরও পড়ুন: Highest T20I Total: ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির
কীভাবে ৫টি ছক্কা মারেন সঞ্জু?
১) দ্বিতীয় বল: বেশি ফুল করেন রিশাদ। তাঁর মাথার উপর দিয়ে ছক্কা মারেন সঞ্জু। শটটা এমনভাবে মারেন যে দেখে মনে হচ্ছিল না এটা ছক্কা হতে পারে।
২) তৃতীয় বল: ফের ফুল বল করেন রিশাদ। লং-অফের উপর দিয়ে ছক্কা মারেন।
৩) চতুর্থ বল: একেবারে হাসতে-হাসতে ওভারের তৃতীয় ছক্কা মারেন। একেবারে তিরের মতো বলটা সোজা বোলারের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে।
৪) পঞ্চম বল: হাফ-ভলি উপহার দেন সঞ্জুকে। আর তা দু'হাত দিয়ে গ্রহণ করেন ভারতীয় ব্যাটার। লং-অনের উপর দিয়ে ছক্কা মারেন।
৫) ষষ্ঠ বল: ক্রিজের একেবারে ভিতরে ঢুকে যান সঞ্জু। বলটা অতটাও খারাপ ছিল না। কিন্তু সঞ্জু ক্রিজের একেবারে ভিতরে ঢুকে গিয়ে পুল করেন। ডিপ মিড-উইকেটের উপর দিয়ে ছক্কা মারেন।
চোখের পলকে ৬২ থেকে ৯২ রানে পৌঁছে যান সঞ্জু
আর সেই ওভারের সুবাদে একধাক্কায় ৯০-র ঘরে পৌঁছে যান সঞ্জু। রিশাদের ওভার যখন শুরু হয়েছিল, তখন তিনি ২৯ বলে ৬২ রানে খেলছিলেন। আর ওভার শেষের সময় সঞ্জুর স্কোর দাঁড়ায় ৩৫ বলে ৯২ রান। যিনি শেষপর্যন্ত ৪৭ বলে ১১১ রান করেন। আর ওই ভয়াবহ ওভারের পরে রিশাদকে আর বল দেননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।