নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টেস্টে দাপুটে জয় তুলে নিলেও হ্যামিল্টনের তৃতীয় টেস্টে বেকায়দায় ইংল্যান্ড। ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রথম ইনিংসের নিরিখে কিউয়িদের থেকে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে ব্রিটিশরা। যদিও বাগে পেয়েও ইংল্যান্ডকে ফলো-অন করায়নি নিউজিল্যান্ড।
হ্যামিল্টনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা প্রথম দিনে ৮২ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ৩১৫ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৪৭ রানে। মিচেল স্যান্টনার দলের হয়ে সব থেকে বেশি ৭৬ রান করেন। ১১৭ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া টম লাথাম ওপেন করতে নেমে ১৩৫ বলে ৬৩ রান করে আউট হন। তিনি ৯টি চার মারেন। অপর ওপেনার উইল ইয়ং ৯২ বলে ৪২ রান করেন। তিনি ১০টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসন ৮৭ বলে ৪৪ রান করে মাঠ ছাড়েন। তিনি ৯টি চার মারেন। কেরিয়ারের শেষ টেস্টে মাঠে নামা টিম সাউদি ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৯০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন ম্যাথিউ পটস। ৬৬ রানে ৩টি উইকেট নেন গাস অ্যাটকিনসন। ৭৮ রানে ২টি উইকেট নেন ব্রাইডন কার্স। ৯১ রানে ১টি উইকেট নেন বেন স্টোকস।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। একসময় ৫ উইকেটে ১৩৪ রানে দাঁড়িয়ে ছিল ব্রিটিশরা। সেখান থেকে মাত্র ৯ রানের মধ্যে শেষ ৫টি উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড এবং তারা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৪৩ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২০৪ রানের বড়সড় লিড নিয়ে নেয় নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি ২১, বেন ডাকেট ১১, জেকব বেথেল ১২, জো রুট ৩২, ওলি পোপ ২৪, বেন স্টোকস ২৭ ও গাস অ্যাটকিনসন ৪ রান করে আউট হন। ব্রাইডন কার্স, ম্য়াথিউ পটস ও শোয়েব বশির ১ রান করে যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি হ্যারি ব্রুক।
ব্যাট হাতে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি ছাড়াও বল হাতে অনবদ্য পারফর্ম্যান্স মেলে ধরেন মিচেল স্যান্টনার। তিনি ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া ৪৮ রানে ৪টি উইকেট নেন ম্যাট হেনরি। ৩৩ রানে ৩টি উইকেট নেন উইলিয়াম ও'রোর্ক। টিম সাউদি কোনও উইকেট পাননি।
সুযোগ পেয়েও ইংল্যান্ডকে ফলো-অনের লজ্জা থেকে মুক্তি দেয় নিউজিল্যান্ড। বদলে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউয়িরা। নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তোলে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে কিউয়িরা এগিয়ে রয়েছে ৩৪০ রানে।
টম লাথাম ১৯ ও উইল ইয়ং ৬০ রানে আউট হয়েছেন। ৫০ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। ২টি উইকেট নিয়েছেন বেন স্টোকস।