বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের বেশিরভাগই দলীপ ট্রফির প্রথম রাউন্ডে মাঠে নামেন। সুতরাং, দলীপের দ্বিতীয় রাউন্ড থেকে সরিয়ে নেওয়া হয় তাঁদের বেশিরভাগকেই। স্বাভাবিকভাবেই দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোষিত স্কোয়াডে বেশ কিছু রদবদল করা হয়।
মঙ্গলবার জাতীয় নির্বাচকরা দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য চারটি স্কোয়াড ঘোষণা করেন। জাতীয় দলে সুযোগ পাওয়া সরফরাজ ও যশ দয়ালকে দলীপের দ্বিতীয় রাউন্ডেও মাঠে নামার নির্দেশ দেন অজিত আগরকররা। তবে বাকিদের জন্য পরিবর্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করে বিসিসিআই।
ইন্ডিয়া-এ টিম থেকে কারা ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন
ক্যাপ্টেন শুভমন গিল ছাড়াও দলীপ ট্রফির ইন্ডিয়া-এ স্কোয়াড থেকে ভারতের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, কুলদীপ যাদব ও আকাশ দীপ।
দলীপে বদলি হিসেবে কারা ইন্ডিয়া-এ স্কোয়াডে ঢুকলেন
ইন্ডিয়া-এ টিমে শুভমন গিলের বদলে সুযোগ পেলেন রেলওয়েজের প্রথম সিং। লোকেশ রাহুলের বদলে দলে ঢুকলেন বিদর্ভের অক্ষয় ওয়াদকর। ধ্রুব জুরেলের বদলে স্কোয়াডে ঢোকেন অন্ধ্রপ্রদেশের শেক রশিদ। কুলদীপের বদলে সুযোগ পেয়েছেন মুম্বইয়ের স্পিনার শামস মুলানি। আকাশ দীপের বদলে ডাক পেয়েছেন উত্তরপ্রদেশের আকিব খান। গিলের জায়গায় ইন্ডিয়া-এ দলকে নেতৃত্ব দেবেন মায়াঙ্ক আগরওয়াল।
দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য ইন্ডিয়া-এ স্কোয়াড
মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), রিয়ান পরাগ, তিলক বর্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, প্রসিধ কৃষ্ণা, খলিল আহমেদ, আবেশ খান, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত, প্রথম সিং, অক্ষয় ওয়াদকর, শেক রশিদ, শামস মুলানি ও আকিব খান।
ইন্ডিয়া-বি টিম থেকে কারা ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন
ইন্ডিয়া-বি টিম থেকে ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন যশস্বী জসওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্ত ও যশ দয়াল। যশস্বী ও পন্ত দলীপের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবেন না। তবে সরফরাজ খান ও যশ দয়াল দলীপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দেবেন।
দলীপে বদলি হিসেবে কারা ইন্ডিয়া-বি স্কোয়াডে ঢুকলেন
ইন্ডিয়া-বি টিমে যশস্বী জসওয়ালের বদলে সুযোগ পেলেন সুয়াশ প্রভুদেশাই। ঋষভ পন্তের জায়গায় ডাক পেলেন রিঙ্কু সিং। মধ্যপ্রদেশের হিমাংশু মন্ত্রীকেও ইন্ডিয়া-বি টিমের স্কোয়াডে জায়গা করে দেওয়া হয়েছে।
দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য ইন্ডিয়া-বি স্কোয়াড
অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), সরফরাজ খান, মুশির খান, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত আবস্তি, সুয়াশ প্রভুদেশাই, নারায়ণ জদগীশান, রিঙ্কু সিং ও হিমাংশু মন্ত্রী।
ইন্ডিয়া-সি স্কোয়াড অপরিবর্তিত
ইন্ডিয়া-সি টিম থেকে কেউ জাতীয় দলে ডাক পাননি। তাই দলীপের দ্বিতীয় রাউন্ডের জন্য ইন্ডিয়া-সি টিম অপরিবর্তিত থাকছে। কোনও রদবদলের প্রয়োজন পড়েনি।
দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য ইন্ডিয়া-সি স্কোয়াড
রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), সাই সুদর্শন, রজত পতিদার, অভিষেক পোড়েল, বাবা ইন্দ্রজিৎ, হৃত্বিক শোকিন, মানব সুতার, গৌরব যাদব, বিজয়কুমার বৈশাক, অংশুল কাম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মার্কান্ডে, আরিয়ান জুয়েল ও সন্দীপ ওয়ারিয়র।
ইন্ডিয়া-ডি টিম থেকে কারা ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন
ইন্ডিয়া-ডি টিম থেকে জাতীয় দলে ডাক পয়েছেন একা অক্ষর প্যাটেল। শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, কেএস ভরতদের কথা বিবেচনা করা হয়নি বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের জন্য।
দলীপে বদলি হিসেবে কারা ইন্ডিয়া-ডি স্কোয়াডে ঢুকলেন
ইন্ডিয়া-ডি টিমে অক্ষর প্যাটেলের বদলে ডাক পেয়েছেন হরিয়ানার নিশান্ত সিন্ধু। এছাড়া চোটের জন্য ইন্ডিয়া-ডি টিম থেকে ছিটকে গিয়েছেন তুষার দেশপান্ডে। তাঁর জায়গায় দলে ঢুকেছেন বিদ্বথ কাভেরাপ্পা, যিনি প্রথম রাউন্ডে ইন্ডিয়া-এ স্কোয়াডে ছিলেন।
দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য ইন্ডিয়া-ডি স্কোয়াড
শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অথর্ব টাইডে, যশ দুবে, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন, রিকি ভুই, সরাংশ জৈন, আর্শদীপ সিং, আদিত্য ঠাকারে, হর্ষিত রানা, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত, সৌরভ কুমার, নিশান্ত সিন্ধু ও বিদ্বথ কাভেরাপ্পা।