কয়েক মাসেই সব কিছু বদলে গেছে সরফরাজ খানের। IPL-এ অবিক্রিত থাকার পর ভারতীয় দলেও সুযোগ পাচ্ছেন না তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ। শতকও হাঁকিয়ে ছিলেন। তবে অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি তিনি। ইতিমধ্যেই বর্ডার গাভাসকর ট্রফির ২টি ম্যাচ সম্পন্ন হয়েছে। যেখানে পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার শনিবার থেকে ব্রিসবেনে শুরু হবে তৃতীয় টেস্ট। শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে রোহিতরা। দ্বিতীয় টেস্টে হারের পর এখন গাব্বায় ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ভারতের।
শেষবার গাব্বায় টেস্টে জয় পেয়েছিল ভারত। সেখান থেকেই অনুপ্রেরণা নিচ্ছে তারা। তবে এরই মাঝে এক ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে গাব্বায় নেটে অনুশীলন করছে ভারতীয় দলের খেলোয়াড়রা, বাইরে বসে তা দেখছেন সরফরাজ খান। অনেকেই এই ছবি দেখে দুঃখ পেয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফরম্যান্স করেছিলেন সরফরাজ। ভারতের হয়ে এই বছরই অভিষেক হয়েছিল তাঁর।
বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে ৩ ম্যাচে ৫০ গড় বজায় রেখে ২০০ রান করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি হাফ সেঞ্চুরিও করেছিলেন সরফরাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অত ভালো পারফরম্যান্স হয়নি। ৩ ম্যাচে মাত্র ১৭৮ রান করেন তিনি, যার মধ্যে ১ ইনিংসেই ১৫০ রান করেছিলেন। সিরিজে তাঁর ব্যাটিং গড় ছিল ২৮-এর আশেপাশে।
প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। যার মধ্যে ২টি টেস্ট ইতিমধ্যেই শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে ৩টি টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজের গুরুত্ব অনেক। বর্তমানে WTC-এর পয়েন্ট টেবিলে পয়লা নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ এবং ৩ নম্বরে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ভারত। এখন আগামী বছর WTC ফাইনাল খেলতে হলে ভারতকে সিরিজ জিততেই হবে।
এর আগেরবারও কাছে গিয়েও অধরা থেকেছিল শিরোপা। সেই অপূর্ণ আকাঙ্খা এবার পূরণ করাই লক্ষ্য রোহিতদের। তবে ভারতকে সিরিজ জিততে হলে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতেই হবে। নইলে সমস্যায় পড়তে হবে। পার্থের দ্বিতীয় ইনিংস বাদ দিলে অস্ট্রেলিয়ায় বাকি ৩ ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছে ব্যাটসম্যানরা। এখন দেখার গাব্বায় সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে কিনা টিম ইন্ডিয়া।