রুদ্ধশ্বাস ম্যাচে টেক্সাস সুপার কিংসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেস সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। গত ম্যাচে অর্থাৎ প্লে অফে তাঁরা হেরে গেছিল ওয়াসিংটন ফ্রিডমের কাছে। তবে তাঁদের কাছে ছিল আরও একটি সুযোগ ফাইনালে যাওয়ার। সেই সুযোগই কাজে লাগালেন ফিন অ্যালেন - প্যাট কামিনসরা। টেক্সাস সুপার কিংসের বিপক্ষে অনবদ্য পারফরমেন্স করে দলকে ফাইনালে তুললেন অ্যালেনরা। গুরুত্বপূর্ণ ম্যাচে অনবদ্য শতরান করলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ফিন অ্যালেন। তাঁর করা শতরানের সৌজন্যেই ম্যাচে চালকের আসনে বসেছিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। শেষ পর্যন্ত তাঁরা ম্যাচ জিতে নিল ১০ রানে। সোমবারের ম্যাচে ওয়াসিংটনের বিরুদ্ধে বদলার সুযোগ চলে এল রাদারফোর্ড, কোরে অ্যান্ডারসনদের কাছে। ম্যাচে এক হাতে অনবদ্য ক্যাচ নেন কোরে অ্যান্ডারসন।
আরও পড়ুন-বিরাট, রোহিত না ধোনি, সেরা অধিনায়ক কে? বুমরাহ বললেন এদের কেউ নন, তিনিই সেরা!
প্রথমে ব্যাট করতে এসে রণংদেহি মেজাজে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো দলের ব্যাটারকে। ওপেনার ফিন অ্যালেন ৫৩ বলে করেন ১০১ রান। মারেন ৯টি চার এবং পাঁচটা ছয়। তাতেই কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় টেক্সাস সুপার কিংসের বোলিং আক্রমণ। এরপর জোস ইংলিস নেমে ২৫ বলে ৩৭ রান করেন। হাসান খান করেন ১৫ বলে ২৭ রান। মার্কাস স্টইনিস, অ্যারন হার্দি বা বার্তম্যান, কেউই ফিন অ্যালেন ঝড়ের থেকে পার পাননি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রান তোলে সানফ্রান্সিসকো ইউনিকর্নস দল।
আরও পড়ুন-বদলা নিতে চান! তাই মোহনবাগানের বাতিল হেক্টর যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে!
জবাবে ব্যাট করতে নেমে পাল্টা মার শুরু করেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং প্রোটিয়াদের প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। দুই ক্রিকেটার ওপেনিং জুটিতে তোলেন ৫৫ রান। ২২ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন টেক্সাস সুপার কিংসের অধিনায়ক ফ্যাফ। যদিও দলের হার বাঁচাতে পারেননি তিনি। আরেক ওপেনার ডেভন কনওয়ে করেন ৩৮ বলে ৬২ রান। দুই ওপেনার যতটা রান পেয়েছিলেন, দলের টপ অর্ডারে আর কেউ বড় রান পাননি। শেষ দিকে একাই লড়েন জোসুয়া ট্রোম্প। করেন ৩৬ বলে ৫৬ রান, কিন্তু শেষ পর্যন্ত ১০ রান দূরেই আটকে যায় তাঁদের ইনিংস।
আরও পড়ুন-প্যারিস অলিম্পিক্সে পতাকা বহন করলেন সিন্ধু-শরথরা! অতীতে কারা পেয়েছেন এই দায়িত্ব, জেনে নিন
বল হাতে অবশ্য দিনটা ভালো যায়নি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের। চার ওভার বোলিং করে তিনি দেন ৫০ রান। সোমবার রয়েছে এমএলসির ফাইনাল। এক ম্যাচ আগে ওয়াসিংটন ফ্রিডমের কাছে হারতে হয়েছিল, সেই হারেরই মধুর প্রতিশোধ নেওয়ার জন্য এবার মুখিয়ে থাকছেন প্যাট কামিন্স,ফিন অ্যালেনরা।