আইসিসি টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দলে রয়েছেন বেশ কয়েকজন ভারতীয় বংশদ্ভূত ক্রিকেটার। ফলে পাকিস্তানকে সামনে পেয়েই জ্বলে ওঠে মার্কিনদের ভারতীয় ব্রিগেড, সেই ঝড়েই কচুকাটা হয়ে যায় পাক শিবির। আইসিসির টি২০ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ এবার মার্কিন যুক্তরাষ্ট্র। আবির্ভাবেই নজর কেড়েছে তাঁরা। এই মূহূর্তে গ্রুপ এ-তে তাঁরাই শীর্ষ রয়েছে পয়েন্ট তালিকায়। অ্যারন জোনস প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে রেকর্ড ভেঙে দিচ্ছিলেন ক্রিস গেইলের, পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছেন মোনাঙ্ক প্যাটেল, সৌরভ নেত্রভালকররা। ১২জুন তাঁদের পরের ম্যাচে প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত, ম্যাচর আগে কি বললেন পাকিস্তান বধের কারিগর সৌরভ নেত্রভালকর?
আরও পড়ুন-দলের জন্যই জিতেছি, পাকিস্তানের বধের পর তৃপ্ত ম্যাচের সেরা মোনাঙ্ক প্যাটেল
বাবর আজমদের হারানোর পর সৌরভ নেত্রভালকার ভারতীয় দলকে নিয়ে বলেন, ‘ভারতীয় দল এই মূহূর্তে বিশ্বের সেরা দল। আমাদের কাছে শেখার বিষয়, ওরা কীভাবে খেলছে। ভারতীয় দলের অনেকের সঙ্গে খেলেছি, ছোট থেকেই সূর্যকুমার যাদবের সঙ্গে খেলেছি অনূর্ধ্ব ১৫ প্রতিযোগিতায়, যেভাবে ও আইপিএলে পারফর্ম করে ফিরে এসেছে খুব ভালো লেগেছে। এই ম্যাচটা আমার কাছে তাই একটা আবেগের ম্যাচ হতে চলেছে, আমাদের জন্যেও চ্যালেঞ্জ হবে ’।
আরও পড়ুন-পাকিস্তানকে হারানোর পর সৌরভকে শুভেচ্ছা Oracle-এর, উঠল মাইনে বাড়ানোর দাবি!
ভারতের বিরুদ্ধে খেলতে হবে, হাত কাঁপবে না তো? এই প্রশ্নের উত্তরে সৌরভ নেত্রভালকর বলছেন, ‘আমরা ওভাবে দেখছি না যে নিজের পুরনো দেশের বিরুদ্ধে খেলছি। আমার ফোকাসটা হচ্ছে, এই দলে আমার কাজটা কি। আমি আমার দেশের জন্য কি করতে পারছি। তাই খেলা উপভোগ করার চেষ্টা করব, পাশাপাশি নিজের সেরাটা দেব আমার দেশের জন্য। নিজের প্ল্যানগুলো বাস্তবায়িত করার চেষ্টা করব ম্যাচে ’ ।
আরও পড়ুন-অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে স্কটল্যান্ড, ভারতের ওপর মার্কিনরা! একঝলকে পয়েন্ট তালিকা
কানাডার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২ ওভার বল করলেও, সেই ম্যাচে উইকেট পাননি সৌরভ নেত্রভালকর। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ৪ ওভার হাত ঘুরিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট, এরপর সুপার ওভারে বল করতে এসে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। তাতেই বিশ্বকাপের সুপার এইটে খেলার সুযোগ চলে এসেছে তাঁদের সামনে। পাকিস্তান যদি রবিবার ভারতের বিপক্ষে হেরে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি পরের দুটি ম্যাচের মধ্যে একটিতেও জিতে যায়, তাহলেই তাঁদের পরের রাউন্ড কার্যত নিশ্চিত হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের চল কম। তাই ভারতীয় বংশদ্ভূত ব্রিগেডে ভরসা করেই ইতিহাসে নাম তুলতে প্রস্তুত টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ।