শুভব্রত মুখার্জি:- চলতি টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র। আয়োজক দেশ হিসেবে তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। ক্রিকেট ইতিহাসে একেবারে নবাগত বলা যায় আমেরিকাকে। খুব বেশি অভিজ্ঞতা তাদের নেই। তবে এই সীমিত সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়েই সকলকে তাক লাগিয়ে দিয়েছে তারা। চলতি টি-২০ বিশ্বকাপের সবথেকে বড় চমকটা দিয়েছে USA. ২০০৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল তথা গতবারের রানার্স আপ পাকিস্তান দলকে হারিয়ে দেয়। এই জয়ের অন্যতম নায়ক তাদের বাঁহাতি পেসার সৌরভ নেত্রাভালকার। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী এই ক্রিকেটার একটা সময়ে ভারতের হয়েই খেলেছেন। অনূর্ধ্ব ১৯ পর্যায় পর্যন্ত ভারতের হয়ে খেলার পরে নিজের কেরিয়ারের তাগিদে তিনি আমেরিকাতে চলে যান। বুধবার আমেরিকা যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল ভারতীয় দলের। এই ভারতীয় দলেই খেলছেন এই মুহূর্তে আইসিসির টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা সূর্যকুমার যাদব। ঘটনাচক্রে অনূর্ধ্ব ১৫ পর্যায়ে সৌরভ এবং সূর্য একসঙ্গেই খেলেছেন। এদিন দুই বন্ধু দুটি আলাদা আলাদ দেশের প্রতিনিধিত্ব করলেন। আর এমন আবহেই কাছের বন্ধু সূর্যকুমার যাদবের সঙ্গে কাটানো অনূর্ধ্ব ১৫ পর্যায়ের বিভিন্ন স্মৃতি রোমন্থন করলেন সৌরভ।
আরও পড়ুন… T20 WC 2024: মনে হয়েছিল রঞ্জি ট্রফির ম্যাচ খেলছি- নিউইয়র্কের পিচে ব্যাটিং করা প্রসঙ্গে শিবম দুবে
ক্রিকেটের যে কোন ফর্ম্যাটে প্রথমবার মুখোমুখি হল দুই দেশ। প্রথম সাক্ষাতে ভারতীয় দল জিতল ৭ উইকেটের ব্যবধানে। তবে এই ম্যাচে যথেষ্ট লড়াই করেই জিততে হয়েছে ভারতীয় দলকে। এই আমেরিকা দলে সৌরভ ছাড়াও বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে ভারতের হয়ে ক্রিকেটটা খেলেছেন। এমন আবহে নিজের কাছের বন্ধু সূর্যকুমার যাদব সম্বন্ধে বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন, ‘সূর্যকুমার যাদব আমার খুব কাছের বন্ধু। আমাদের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সময় থেকে আমি ওঁকে চিনি। বলা যায় মুম্বইয়ের হয়ে আমরা একসঙ্গে খেলেই বড় হয়েছি। ও সবসময়েই খুব স্পেশাল একজন ক্রিকেটার ছিল। অনূর্ধ্ব ১৫ এবং ১৭'র ম্যাচে অনায়াসে শতরান, দ্বিশতরানের ইনিংস খেলত ও।’
আরও পড়ুন… শুধু বোলিং নয় এবার ব্যাটিং নিয়েও কাজ করছেন আর্শদীপ! দলকে লোয়ার অর্ডারে ভরসা দিতেই চান তারকা পেসার
প্রসঙ্গত ২০১২ সালে ভারত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন হরমিত সিং। যিনি ও সৌরভের মতো এখন আমেরিকার সিনিয়র ক্রিকেট দলের হয়ে খেলছেন। পাশাপাশি একটা সময়ে নিয়মিত নিউজিল্যান্ড সিনিয়র দলের হয়ে খেলা বিধ্বংসী অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ও খেলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত বোলিং করার পরে এদিন ভারতের বিরুদ্ধে ও অসাধারণ বোলিং করেছেন সৌরভ। তিনি চার ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে নেন দুটি উইকেট। ভারত অধিনায়ক রোহিত শর্মা (৩) এবং বিরাট কোহলিকে (০) এদিন আউট করে ভারতকে প্রাথমিক ধাক্কাটা দেন তিনি। পরবর্তীতে সূর্যকুমার যাদব এবং শিবম দুবের ব্যাটিংয়ে ভর করে সমস্যা কাটিয়ে উঠে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে জয় তুলে নেয় ভারতীয় দল।