টি২০ বিশ্বকাপের সুপার এইটের স্টেজে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যাবে কিনা, তাঁর উত্তর মিলবে শুক্রবার। ম্যাচ যদি বৃষ্টির জন্য ভেস্তে যায় তাহলেও তাঁরাই পরের রাউন্ডে পৌঁছে যাবে। এদিকে আয়ারল্যান্ডকে হারাতে পারলে তো সোনায় সোহাগা। ভারতের বিপক্ষে ম্যাচ হেরে গেলেও মার্কিনদের উপভোগ্য ক্রিকেট মন জিতে নিয়েছে ক্রিকেটমহলের। প্রথম ম্যাচ থেকেই এবারের বিশ্বকাপে নজর কেড়েছে সৌরভ নেত্রভালকর, অ্যারন জোনসদের ইউএসএ। প্রথম ম্যাচে অ্যারন জোনস খেলেছিলেন বিধ্বংসী ইনিংস কানাডার বিরুদ্ধে । পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দলকে জয় এনে দেন সৌরভ নেত্রভালকর। ভারতের বিপক্ষেও জোড়া উইকেট তুলে নিয়ে রোহিতদের চাপে ফেলে দিয়েছিলেন মুম্বইতে জন্মানো সৌরভ। আয়ারল্যান্ডের বিপক্ষে নামার আগেও বিরাটের উইকেট নেওয়ার মূহূর্ত ভুলতে পারছেন না নেত্রভালকর, বলছেন মূহূর্তটা ছিল আবেগের।
আরও পড়ুন-‘তোমার পরিসংখ্যান তো আমার থেকেও খারাপ’! বাবরকে ফের বিষেদগার শেহজাদের
ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে বিরাট কোহলি গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন সৌরভ নেত্রভালকরের বলে। বিরাটকে অফ স্টাম্পে বল রাখতেই, কোহলি তাতে হাল্কা ব্যাট ছুঁইয়ে আউট হন। সৌরভ বলছেন, কোহলিকে অফ স্টাম্পে বল রাখবেন ভেবেছিলেন, সেই পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগতেই আসে সাফল্য। ম্যাচ শেষে পুরনো সতীর্থ সূর্যকুমার যাদব, রোহিত শর্মাদের পাশাপাশি বিরাট কোহলিও তাঁকে আলাদাভাবে শুভেচ্ছা জানান। সৌরভ বলছেন, ভারতে এত বেশি প্রতিভা ছিল, সেই কারণেই ভালো বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেয়ে দেশ ছেড়েছিলেন তিনি। প্রযুক্তিবিদ্যার কোডিং বিষয়টি তাঁর অপর ভালোবাসা ছিল, তাই দ্বিতীয় ভালোবাসার জন্যই ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন-রূপকথা লিখে সুপার এইটে আফগানিস্তান,সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, বিদায় কিউয়িদের
মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারতীয় দলের ম্যাচের পর দেখা যায়, সেই ম্যাচের সেরা ক্রিকেটার আর্শদীপ সিংয়ের সাংবাদিক সম্মেলনে না গিয়ে অনেকেই সৌরভের কাছে গেছিলেন সাক্ষাৎকারের জন্য। ৩২ বছর বয়সী বাঁ হাতি পেসার সৌরভ বলছেন, ‘আমি খুব খুশি, আমার দুটো ভালোবাসা এবং শখের জায়গাতেই সাফল্য পাচ্ছি বলে। তবে এত তাড়াতাড়ি সব হচ্ছে, যে বিষয়টি হজম করতে সময় লাগছে। শেষ দুই ম্যাচ আমার কাছে হাই প্রোফাইল ছিল। বিশেষ করে বিরাটের উইকেটটি আমার কাছে একটা আবেগঘন মূহূর্ত, আমি ভেবে রেখেছিলাম অফ স্টাম্পে বোলিং করব। সেই পরিকল্পনা বেশ ভালোই কাজে লাগে। আমি সূর্যকে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সময় থেকে চিনি, ওর সঙ্গে সেই সময়ের বিভিন্ন মজার গল্প করছিলাম, বিরাটকে ব্যক্তিগতভাবে না চিনলেও , ও আমাকে শুভেচ্ছা জানিয়েছে ’।
আরও পড়ুন-বিদায় শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের, কামব্যাক ইংরেজদের, একঝলকে গ্রুপের পয়েন্ট টেবিল
দেশকে টি২০ বিশ্বকাপের শেষ আটে তুলতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ব্যাপক প্রসার ঘটবে। পাশাপাশি স্কুলের বইতেও উঠে আসতে পারে তাঁদের ঐতিহাসিক ক্রিকেট উত্থানের গল্প, তাই আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই নামবেন তাঁরা। দেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা সঠিক পথেই এগোচ্ছে, বলছেন সৌরভ।