বাংলা নিউজ > ক্রিকেট > ইমপ্যাক্ট রুলে টুইস্ট চান সৌরভ, লাভ হবে কোন দলের?

ইমপ্যাক্ট রুলে টুইস্ট চান সৌরভ, লাভ হবে কোন দলের?

সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি- পিটিআই (PTI)

সৌরভ বলছেন, ‘আমার ইমপ্যাক্ট প্লেয়ার রুল ভালোই লাগে, তবে আমার মতে মাঠগুলো একটু বড় হওয়া উচিত, আর আমার মনে হয় একটা কাজ করা যেতে পারে, তা হল টস-এর সময় ইমপ্যাক্ট প্লেয়ার নির্ধারণ করা। সেক্ষেত্রে দলের যেমন নির্দিষ্ট একটা প্ল্যানিং থাকতে হবে, তেমনই সেই ক্রিকেটারের দক্ষতারও পরীক্ষা হবে'।

২০২৪ আইপিএলে বারবারই প্রশ্ন তোলা হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার রুল নিয়ে। আগামী মরশুমে এই নিয়ম জারি থাকবে কিনা, সেটা এখনই স্থির নয়। বিসিসিআই টি২০ বিশ্বকাপ শেষ হলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসেই এই নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ভালো দিক যেমন রয়েছে, তেমন কিছু খারাপ দিকও রয়েছে নিঃসন্দেহে, যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারা নিজেদের মত রেখেছেন। একদিকে অজি তারকা রিকি পন্টিং বলেছেন, ইমপ্যাক্ট প্লেয়ার রুল আনা হয়েছে বিনোদনের জন্য, তাই এই নীতি বাতিল করার কোনও মানেই হয়, পাল্টা অনেক ক্রিকেটার আবার দাবি করেছেন,এই নীতির জন্য ক্রিকেটের মধ্যে বোলার এবং ব্যাটারদের মধ্যে ব্যালেন্স নষ্ট হচ্ছে, এবার এই নিয়েই বড় বার্তা দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রোহিত শর্মাও সরাসরি এই নিয়মের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

আরও পড়ুন-রোহিত-হার্দিক ইস্যুতে গ্রেগ চ্যাপেলের কথা মনে করিয়ে দ্রাবিড়কে বার্তা পাঠানের

সদ্য সমাপ্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন বোর্ড সভাপতি। তাঁর দলের কোচ অস্ট্রেলিয়ান রিকি পন্টিং সওয়াল করেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের হয়ে। সৌরভ নিজেও এই নীতির পক্ষেই কথা বলেছেন। এরই মধ্যে তিনি কিন্তু ক্রিকেটের স্বার্থে দিলেন বড় পরামর্শ। ম্যাচের যে কোনও সময় ইমপ্যাক্ট প্লেয়ার বাছার সুযোগ যেন দলগুলোকে না দেওয়া হয়, বলছেন মহারাজ। এছাড়াও খেলায় সামঞ্জস্য ফেরাতে দিলেন পরামর্শ।

আরও পড়ুন-কিংস কাপের ফাইনাল হারের পর মাঠেই কান্নায় ফেটে পড়লেন রোনাল্ডো, ভিডিয়ো

প্রিন্স অফ ক্যালকাটা বলছেন, ‘আমার ইমপ্যাক্ট প্লেয়ার রুল ভালোই লাগে, তবে আমার মতে মাঠগুলো একটু বড় হওয়া উচিত, আর আমার মনে হয় একটা কাজ করা যেতে পারে, তা হল টস-এর সময় ইমপ্যাক্ট প্লেয়ার নির্ধারণ করা। সেক্ষেত্রে দলের যেমন নির্দিষ্ট একটা প্ল্যানিং লাগবে, তেমনই সেই ক্রিকেটারের দক্ষতারও পরীক্ষা হবে, তবে আমি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে ’।

 

দিল্লির ওপেনার পৃথ্বী শ-র এবারের আইপিএল ভালো না গেলেও মহারাজ তাঁর পাশেই দাঁড়াচ্ছেন। সৌরভ বলছেন, ‘ও এখনও অনেক ছোট, ক্রিকেট থেকে অনেক কিছু শিখছে। ও ভবিষ্যৎ-এ অনেক ভালো ক্রিকেট খেলবে, ওর যা প্রতিভা আছে। অনেক সময় আমরা আগে থেকেই প্রত্যাশা করে ফেলি’ ।

আরও পড়ুন-পাড়ার ছেলেদের সঙ্গে খেলতাম,কিন্তু ক্রিকেটপাগল ছিলাম না, বললেন IPL জেতানো হর্ষিত

আইপিএলে দিল্লির অধিনায়ক ঋষভ পন্তের প্রশংসাও শোনা গেছে সৌরভের গলায়। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ‘ঋষভ পন্ত একজন স্পেশাল প্লেয়ার, এক্ষেত্রে প্রশ্নের কোনও অবকাশ নেই। ও যেভাবে কামব্যাক করেছে তাতে আমি খুব খুশি। ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে এমন ক্রিকেটারের ছিটকে যাওয়া খুব খারাপ ব্যাপার হত। নিজের কঠোর পরিশ্রমেই অনবদ্য কামব্যাক করেছে ও। ’ এদিকে ঋদ্ধিমান সাহার বাংলায় ফেরার প্রশঙ্গে তিনি জানিয়ে দেন, ঋদ্ধি সঠিক সিদ্ধান্তই নিয়েছে ফিরে আসার, তবে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিএবি ও নির্বাচকরাই।

ক্রিকেট খবর

Latest News

চরম নাটক মারাঠা সচিবালয়ে, একাধিক বিধায়ক সহ ডেপুটি স্পিকারের ঝাঁপ ৪ তলা থেকে! দাড়িভিটের নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের স্বীকৃতি দিন, মমতাকে চিঠি লিখলেন সুকান্ত দুর্গাপুজো শেষ হলেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ঘোষণা গিল্ডের ঢাকিদেরও বায়না দেওয়া হয়েছিল, বাড়িতে হওয়া দুর্গাপুজোর কথা বললেন নির্যাতিতার মা বিশ্বকাপ শুরুর আগেই কেন স্মৃতি, অমলদের চোখে জল? সন্দীপ ঘোষের সেদিনের কল লিস্ট এল CBI-এর হাতে, তদন্তের মোড় এবার ঘুরবে কোন দিকে? বাংলার উপকূলে দাঁড়িয়ে নিম্নচাপ, সাগরে তৈরি আরও এক ঘূর্ণাবর্ত, হবে ভারী বৃষ্টি বিদ্যা বালান তখন মেকআপে ব্যস্ত, দীর্ঘ অপেক্ষায় বিরক্ত কার্তিক? মিলল নিরাপত্তার আশ্বাস! দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছাপূরণ হতে পারে শাকিবের উপস্থিত ছিলেন কংগ্রেস নেতারাও, সেই আম্বানিদের বিয়ে নিয়ে গুরুতর অভিযোগ রাহুলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.