বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেল পাকিস্তানের প্রস্তুতি। প্রথমবার মেয়েদের বিশ্বকাপে অংশ নিতে চলা স্কটল্যান্ডের কাছে প্র্যাক্টিস ম্যাচে হেরে বসল তারা। শনিবার দুবাইয়ে বিশ্বব়্যাঙ্কিংয়ে নিজেদের থেকে এগিয়ে থাকা পাকিস্তানকে দাপটের সঙ্গে পরাজিত করে স্কটিশরা।
টস জিতে পাকিস্তান শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদিও ইনিংসের শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট খোয়াতে থাকে তারা। যার ফলে রান তোলার গতিও বাড়াতে পারেনি পাকিস্তানের মেয়েরা। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৯ উইকেটের বিনিময়ে ১৩২ রানে আটকে যায়।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন ওমাইমা সোহেল। ২৯ বলের সতর্ক ইনিংসে তিনি ২টি চার মারেন। এছাড়া ফতিমা সানা ২০ ও মুনিবা আলি ২৭ রানের যোগদান রাখেন। স্কটল্যান্ডের হয়ে ২০ রানে ৩টি উইকেট নেন ক্যাথরিন ব্রাইস। ২টি করে উইকেট নেন অলিভিয়া বেল ও আবতাহা মাকসুদ।
জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১৮ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৩ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ১২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে স্কটল্যান্ড। সারা ব্রাইস ৫২ বলে ৬০ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ৪২ বলে ৪৮ রান করেন সাসকিয়া। তিনি ৬টি চার মারেন।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ
অন্যদিকে টি-২০ বিশ্বকাপের অপর প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে। হাসিনি পেরেরা ৩৯ বলে ৪৩ রান করেন। মারেন ৩টি চার। হর্ষিতা সমরাবিক্রমে ২৯ ও নীলাক্ষিকা সিলভা ৩০ রান করেন। ক্যাপ্টেন চামারি আতাপাত্তু ১ রান করে আউট হন। ১৯ রানে ২টি উইকেট নেন বাংলাদেশের স্বর্ণা আক্তার।
পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ৩৩ রানের ব্যবধানে ম্যাচ জেতে শ্রীলঙ্কা। ক্যাপ্টেন নিগার সুলতানা দলের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন। যদিও খরচ করেন ৩৮টি বল। মারেন মাত্র একটি বাউন্ডারি। দিশা বিশ্বাস ২৫ ও তাজ নেহার ১৬ রানের যোগদান রাখেন। শ্রীলঙ্কার হয়ে ৮ রানে ৩ উইকেট নেন সুগন্দিকা কুমারি।