পার্থে বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর ঠিক আগেই ভারতের বিরুদ্ধে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের স্কোয়াড ঘোষিত হল। রীতিমতো শক্তিশালী স্কোয়াড নিয়ে ভারতের বিরুদ্ধে ডে-নাইট টেস্টের আগে ট্যুর ম্যাচে নামছে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। তাদের স্কোয়াডে তারকার ছোঁয়া রয়েছে উল্লেখযোগ্যভাবে।
অস্ট্রেলিয়া সফরে ভারত তাদের দ্বিতীয় টেস্ট খেলবে অ্যাডিলেডে। এই ম্যাচটি খেলা হবে গোলাপি বলে। দিন-রাতের এই টেস্টের আগে পিঙ্ক বলের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রধামনন্ত্রী একাদশ। সেই ম্যাচের জন্যই অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ভারতের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন স্কোট বোল্যান্ড। ব্যাটিং বিভাগকে নেতৃত্ব দেবেন ম্যাট রেনশ। স্কট বোল্যান্ড পার্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে জায়গা পান। তবে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হয় বোল্যান্ডকে। তবে অ্যাডিলেড টেস্টের প্রস্তুতির জন্য গোলাপি বলের এই ট্যুর ম্যাচে তারকা পেসারকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়ে অজি বোর্ড। এক্ষেত্রে ডে-নাইট টেস্টের প্রস্তুতিতেও রোহিত শর্মাদের চাপে রাখার চেষ্টা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কবে খেলা হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ ট্যুর ম্যাচ
আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। তার আগে ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ক্যানবেরায় খেলা হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ ট্যুর ম্যাচ। দু'দিনের এই প্রস্তুতি ম্যাচটি খেলা হবে গোলাপি বলে। স্বাভাবিকভাবেই এই ম্যাচটি হবে ডে-নাইট।
অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ স্কোয়াড
জ্যাক এডওয়ার্ডস (ক্যাপ্টেন), চার্লি অ্যান্ডারসন, মাহলি বিয়ার্ডম্যান, স্কট বোল্যান্ড, জ্যাক ক্লেটন, আইদান ও'কনর, ওলি ডেভিস, জয়ডেন গুডউইন, স্যাম হার্পার, আন্নো জেকবস, স্যাম কনস্টাস, লয়েড পোপ, ম্যাথিউ রেনশ ও জেম রায়ান।
সদ্য দ্বিতীয় সন্তানের পিতা হওয়া রোহিত শর্মা এখনও অস্ট্রেলিয়া সফরে উড়ে যাননি। আশা করা হচ্ছে ক্যানবেরার এই প্রস্তুতি ম্যাচের আগে হিটম্যান অস্ট্রেলিয়ায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। রোহিত ক্যানবেরার এই প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেন। ট্যুর ম্যাচ হলেও ভারত তাদের সেরা দলকে মাঠে নামাতে পারে এই ম্যাচে। কেননা গোলাপি বলে দিন-রাতের টেস্ট খুব বেশি খেলেনি টিম ইন্ডিয়া। তাই এমন ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ হাতছাড়া করতে চাইবেন না টিম ইন্ডিয়ার সুপারস্টাররা।