ঠিক যেন ডানহাতি ঋষভ পন্ত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৪-এর প্রথম ম্যাচে ঠিক যেভাবে ব্যারি ম্যাককার্থির বলে রিভার্স স্কুপে ছক্কা হাঁকান ঋষভ পন্ত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হুবহু একই রকম শট খেলতে দেখা যায় নেদারল্যান্ডসের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডসকে। তফাৎ শুধু এটাই যে, পন্ত বাঁ-হাতি ব্যাটার। এডওয়ার্ডস এক্ষেত্রে ডানহাতে ব্যাট করেন। এডওয়ার্ডস নিশ্চিতভাবেই পন্তের থেকে এমন শটের অনুপ্রেরণা নিয়ে থাকবেন।
একদা টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কিংবদন্ত পেসার জেমস অ্যান্ডারসনকে এমন রিভার্স স্কুপ শটে ছক্কা হাঁকিয়ে ক্রিকেটবিশ্বের কুর্নিশ আদায় করে নেন ঋষভ পন্ত। দুর্ঘটনার পরে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরে এসে পন্ত ফের সেই একই শটের ঝলক দেখান। বুঝিয়ে দেন, স্কিলে মরচে পড়েনি একটুও।
গত ৫ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামে ভারত। শুরুতে ব্যাট করে আয়ারল্যান্ড ১৬ ওভারে মাত্র ৯৬ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ভারত ১২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯১ রান সংগ্রহ করে। ১৩ তম ওভারে বল করতে আসেন ব্যারি ম্যাককার্থি। তাঁর ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত রিভার্স স্কুপে ছক্কা হাঁকান পন্ত এবং ভারতের জয় নিশ্চিত করেন। পন্তের এই শটটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন।
পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লিগের ম্যাচে নেদারল্যান্ডসের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস একই রকম উদ্ভাবনী শটে ছক্কা হাঁকান। ১১.২ ওভারে এনরিখ নরকিয়ার অফ-স্টাম্পের বাইরের লেনথ ডেলিভারিতে রিভার্স স্কুপ মারেন এডওয়ার্ডস। বল চলে যায় থার্ডম্যান বাউন্ডারির বাইরে।
যদিও ঠিক পরের বলেই রান-আউট হয়ে মাঠ ছাড়েন এডওয়ার্ডস। এক্ষেত্রে প্রোটিয়া দলনায়ক এডেন মার্করামের দুর্দান্ত ফিল্ডিংকেই কৃতিত্ব দিতে হয় এডওয়ার্ডসের সাজঘরে ফেরার পিছনে। মার্করাম শরীর ফেলে এক্কেবারে যথা সময়ে স্টাম্পে বল লাগিয়ে দেন। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে এডওয়ার্ডসকে রান-আউট ঘোষণা করেন।
এডওয়ার্ডস মোটে ১০ রান করে আউট হন। নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডি-গ্রুপের ম্যাচে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১০৩ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকেও রান তুলতে যথেষ্ট বেগ পেতে হয়। শেষমেশ তারা ১৮.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১০৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।