সোমবার এক কঠিন কাজ করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। তাঁকে এদিন একদিনের ক্রিকেটের সেরা ৫ ক্রিকেটারকে বেছে নিতে বলা হয়েছিল। তাঁর সেই তালিকায় স্থান পেয়েছে ভারতীয় দলের দুই ক্রিকেটার। একটা সময় ১ নম্বর স্থান কাকে দেবেন সেটা নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। কারণ লড়াইটা ছিল তাঁর আইডল সচিন তেন্ডুলকর এবং ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মধ্যে। ক্রিকবাজের সঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গটি উঠেছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন তালিকায় ৫ নম্বরে রাখবেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইলকে। ওডিআই ক্রিকেটে ৩০৪টি ম্যাচে ১০৪৮০ রান রয়েছে তাঁর।
গেইল প্রসঙ্গে সেহওয়াগ বলেন, ‘ক্রিস গেইল একজন অসাধারণ ক্রিকেটার। ২০০২-০৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে এসেছিল। আমার মনে আছে সেই সময় ৬ ম্যাচের সিরিজে ও ৩টি শতক করেছিল। আমি প্রথম কোনও আন্তর্জাতিক ক্রিকেটারকে ফাস্ট বোলারকে ব্যাকফুটে ছক্কা হাঁকাতে দেখেছিলাম।’ তালিকায় ৪ নম্বরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডিভিলিয়ার্সকে। ৩ নম্বরে রেখেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হককে। ডিভিলিয়ার্স ওডিআই ক্রিকেটে ২২৮টি ম্যাচে ৯৫৭৭ রান করেছেন। ইনজামাম ৩৫০টি ওডিআই ইনিংসে ১১৭৩৯ রান করেছেন। সেহওয়াগ বলেন, ‘আমি ৪ নম্বরে এবি ডিভিলিয়ার্সকে রাখব। ও অফ ব্যালেন্স হয়েও ছয় মারতে পারে। ৩ নম্বরে রাখব ইনজামাম উল হককে। সে এশিয়ার সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। ইনজামাম ৪ নম্বরে ব্যাট করতে নেমে পুরো ম্যাচকে নিজের কন্ট্রোলে নিয়ে নিত। সেই সময় ৭-৮ রান প্রতি ওভার তাড়া করা খুব কঠিন কাজ ছিল। কিন্তু ইনজামাম সেই কাজটা সহজে করে দেখাত। ও হিসাব করে নিত কখন আর কোন বোলারের বলে ছয় মারবে।’
১ এবং ২ নম্বর বাছাই করতে বেশ সমস্যায় পড়েন বীরেন্দ্র সেহওয়াগ। তবে শেষে সচিন তেন্ডুলকরকে ২ এবং বিরাট কোহলিকে ১ নম্বর স্থান দিয়েছেন তিনি। সেহওয়াগ বলেন, ‘প্রত্যেকের পছন্দের এবং আমার আইডল সচিন তেন্ডুলকর। আপনি জানেন তার সঙ্গে ওপেন করতে যাওয়ার অনুভুতিটা কেমন? সিংহের সঙ্গে জঙ্গলে যাওয়ার মতো। সবার নজর রয়েছে সিংহের দিকে। আমি চুপচাপ নিজের রান করতাম সেই সময়।’ কোহলি ২০২৩ ওডিআই বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে সচিনের শতকের রেকর্ডকে ছাপিয়ে গেছেন। তবে রানের দিক থেকে এখনও পেছনে রয়েছেন বিরাট। তিনি ২৯৭টি ওডিআই ম্যাচে ১২৯৬৩ রান করেছেন। অন্যদিকে সচিন তেন্ডুলকর ১৮৪২৬ রান করেছেন। তবে সেওয়াগ বিরাটকে ১ নম্বর স্থান দেওয়া নিয়ে যুক্তি দিয়েছেন। তাঁর কথায় কোহলির মতো ধারাবাহিক ভালো পারফর্ম করা খেলোয়াড় কম রয়েছে।
তিনি বলেন, ‘বিরাট কোহলি ১ নম্বর। ওর মতো খেলোয়াড় আগামী দিনে আসবে নাকি সন্দেহ রয়েছে। বছরের পর বছর ধরে যেই ধারাবাহিকতা দেখিয়েছে ও তা অবিশাস্য। ওকে চেজমাস্টার আখ্যা দেওয়া হয়েছে। প্রথম দিকে ও এরকম ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে সে অনেক কিছু শিখেছে। ২০১১-১২ সালের পর অনেক পরিবর্তন হয়েছে তার। বিশেষ করে ওর ফিটনেস এবং ধারাবাহিকতার। ও অনেক অসাধারণ ইনিংস খেলেছে।’