বাংলা নিউজ > ক্রিকেট > IND vs SA Women's Test: প্রথম ভারতীয় স্পিনার হিসেবে ১০ উইকেট রানার, দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করিয়ে ১০ উইকেটে জয় ভারতের

IND vs SA Women's Test: প্রথম ভারতীয় স্পিনার হিসেবে ১০ উইকেট রানার, দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করিয়ে ১০ উইকেটে জয় ভারতের

প্রথম ভারতীয় স্পিনার হিসেবে ১০ উইকেট রানার। ছবি- পিটিআই।

India vs South Africa, Women's Test: টি-২০ বিশ্বকাপ ফাইনালে জয় তুলে নেওয়ার একদিন পরে ফের ক্রিকেটের ময়দানে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।

ফলো-অনের লজ্জা এড়াতে পারেনি। তবে ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইনিংস হার এড়িয়ে যেতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। অবশ্য শেষ দিনে মরিয়া লড়াই চালিয়েও ম্যাচ বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীতরা সিরিজের একমাত্র টেস্টে জয় তুলে নেন ১০ উইকেটের বড় ব্যবধানে।

চিপকে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৬ উইকেটে ৬০৩ রানের রেকর্ড ইনিংস গড়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। মেয়েদের টেস্টে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংসের বিশ্বরেকর্ড। শেফালি বর্মা ২০৫, স্মৃতি মন্ধনা ১৪৯, জেমিমা রডরিগেজ ৫৫, হরমনপ্রীত কৌর ৬৯ ও রিচা ঘোষ ৮৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ডেলমি টাকার। ১টি করে উইকেট সংগ্রহ করেন নাদিন ডি'ক্লার্ক, টুমি সেখুখুন ও ননকুলুলেকো ম্লাবা। উইকেট পাননি মাসাবাতা ক্লাস, অ্যানেরি ও সুন লাস।

আরও পড়ুন:- টার্গেট WTC ও চ্যাম্পিয়ন্স ট্রফি, সিনিয়ররা কি দলে থাকবেন? রোহিত-কোহলিদের ভবিষ্যৎ জানিয়ে দিলেন জয় শাহ

পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে তোলে ২৬৬ রান। মারিজান কাপ ৭৪, সুন লাস ৬৫, অ্যানেক বোশ ৩৯, নাদিন ডি'ক্লার্ক ৩৯ ও লরা উলভার্ট ২০ রান করেন। ভারতের স্নেহ রানা প্রথম ইনিংসে একাই ৮টি উইকেট দখল করেন। ২টি উইকেট নেন দীপ্তি শর্মা।

প্রথম ইনিংসের নিরিখে ৩৩৭ রানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করায় ভারত। লরা উলভার্ট ও সুন লাসের জোড়া শতরানে ভর করে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান তোলে। উলভার্ট ১২২ ও সুন লাস ১০৯ রান করেন। ৬১ রান করেন নাদিন ডি'ক্লার্ক।

আরও পড়ুন:- Jay Shah Gives Update On New Coach: দ্রাবিড়ের জায়গায় ভারতের নতুন হেড কোচ নিয়োগ কবে, গুরুত্বপূর্ণ আপডেট দিলেন জয় শাহ

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ২টি করে উইকেট নেন স্নেহ রানা, দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়। ১টি করে উইকেট সংগ্রহ করেন পূজা বস্ত্রকার, শেফালি বর্মা ও হরমনপ্রীত কৌর। স্নেহ রানা দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট সংগ্রহ করেন। ঝুলন গোস্বামীর পরে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে মেয়েদের একটি টেস্টে ১০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রানা। অর্থাৎ, তিনি ভারতের প্রথম মহিলা স্পিনার হিসেবে এমন নজির গড়েন।

আরও পড়ুন:- 10 Similarities: ১৩ ওভারে ৯৮, ষষ্ঠ ব্যাটারের ক্যামিও, ৮টি ছয় হজম, ২০০৭ ও ২০২৪ বিশ্বকাপ ফাইনালের মধ্যে অবাক করা ১০টি মিল

জয়ের জন্য শেষ ইনিংসে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭ রানের। হাতে ছিল ২৮ ওভার। ভারত ৯.২ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেফালি বর্মা ২৪ ও শুভা সতীশ ১৩ রানে নট-আউট থাকেন। ম্যাচের সেরা হন স্নেহ রানা।

ক্রিকেট খবর

Latest News

১০২ জ্বরও দমাতে পারল না শার্দুলকে, হাসপাতালের বেড থেকে মাঠে ফিরেই হাতে নিলেন বল! জরায়ুর ক্যানসার প্রতিরোধকারী মাশরুম আর কোন কোন রোগের সঞ্জীবনী জানেন? দেখে নিন গলছে বরফ? SCO সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শংকর চরম নাটক মারাঠা সচিবালয়ে, একাধিক বিধায়ক সহ ডেপুটি স্পিকারের ঝাঁপ ৪ তলা থেকে! দাড়িভিটের নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের স্বীকৃতি দিন, মমতাকে চিঠি লিখলেন সুকান্ত দুর্গাপুজো শেষ হলেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ঘোষণা গিল্ডের ঢাকিদেরও বায়না দেওয়া হয়েছিল, বাড়িতে হওয়া দুর্গাপুজোর কথা বললেন নির্যাতিতার মা বিশ্বকাপ শুরুর আগেই কেন স্মৃতি, অমলদের চোখে জল? সন্দীপ ঘোষের সেদিনের কল লিস্ট এল CBI-এর হাতে, তদন্তের মোড় এবার ঘুরবে কোন দিকে? বাংলার উপকূলে দাঁড়িয়ে নিম্নচাপ, সাগরে তৈরি আরও এক ঘূর্ণাবর্ত, হবে ভারী বৃষ্টি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.