আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে সানরাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করে ফাইনালে পৌঁছে গেলে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এবারে খেলছে চ্যাম্পিয়ন দলের মতোই। পয়েন্ট টেবিলে সবার ওপরে ছিল, এরপর কোয়ালিফায়ারেও দুরন্ত ছন্দে থাকা সানরাইজার্সের সূর্য অস্ত করে ফাইনালে পৌঁছে গেছে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। গৌতম গম্ভীরকে দলে ফিরিয়ে আনার মাস্টার স্ট্রোকই কার্যত খেলা ঘুড়িয়ে দিয়েছে কেকেআরের। দীর্ঘদিন ধরেই একটা কোর টিম ধরে রেখেছে তাঁরা। যেখানে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, নীতিশ রানারা রয়েছে। শ্রেয়স অধিনায়ক হিসেবেও বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছে এখানে। ২০২১ সালে ফাইনাল খেলা দলের চার সদস্য এবারও ফাইনালে খেলতে চলেছেন। সানরাইজার্সের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর গোটা স্টেডিয়ামে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছিলেন কিং খান। এরই মধ্যে ঘটল বিপত্তি। লক্ষ্য না করেই তিনি ঢুকে পড়লেন একেবারে ব্রডকাস্টিং জোনে দাঁড়িয়ে থাকা আকাশ চোপড়া, সুরেশ রায়নাদের কাছে। এরপর অবশ্য এমন অতিথিকে পেয়ে বেশ আপ্লুত দেখায় তাঁদের।
এই প্রথমবার শ্রেয়স আইয়ার নাইট রাইডার্সকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে নিয়ে গেছেন। তাঁর নামের পাশে আরও এক কৃতিত্ব রয়েছে, তিনি আইপিএলের প্রথম অধিনায়ক যিনি দুটি আলাদা দলকে ফাইনালে তুলেছেন, এর আগে দিল্লিকেও ফাইনালে পৌঁছে দিয়েছিলেন তিনি। তাঁর ব্যাট থেকে এই ম্যাচে ঝড়ের গতিতে রান এসেছিল। সেই ফর্ম ফাইনালে বজায় রাখতে পারলেই স্বপ্নপূর্ণ হবে নাইট কর্ণধারের। সানরাইজার্সের বিপক্ষে শ্রেয়স, বেঙ্কটেশের ম্যাচ জেতানো ইনিংসের পর গোটা মাঠে সমর্থকদের অভিবাদন জানাতে গিয়ে ব্রডকাস্টিং জোনে ঢুকে পড়েন শাহরুখ। এরপর বিষয়টি বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন তিনি। কিন্তু সকলেই তাঁকে সাদরে গ্রহণ করেন। সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন-ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই বদলে দিয়েছে কেরিয়ার, HT বাংলায় Exclusive অভিষেক পোড়েল
সেই ভিডয়োতে দেখা যাচ্ছে পুত্র আব্রাম এবং সুহানাকে নিয়েই লাইভ শোয়ের মাঝে ঢুকে পড়েছিলেন শাহরুখ। এরপর তিনি সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নেন, যদিও এমন অযাচিত অতিথিকে দেখে আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল এবং সুরেশ রায়নারা বেশ খুশিই হন। আনন্দে আত্মহারা শাহরুখ এরপর তিনজকেই আলিঙ্গন করেন। পরে আকাশ চোপড়াকে বলতে শোনা যায়, ‘ না বুঝেই ও লাইভ শোতে ঢুকে পড়েছিল,এরপর শাহরুখ সরি বলছিল, কিন্তু আমি ওকে বললাম তুমি আমাদের দিনটা আরও ভালো করে দিয়েছ। তুমি শোস্টপার’।
আরও পড়ুন-বিরাটের সঙ্গে একমত, ODI থেকে ২ বলের নিয়ম তুলে দেওয়ার পক্ষে গম্ভীর, সহমর্মী অশ্বিনের প্রতি
ম্যাচের পর সেই লাইভ শোতে থাকা সুরেশ রায়নাও ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে তাঁর আলিঙ্গনের ছবি পোস্ট করে বলেন, এত বড় স্টার হওয়া সত্ত্বেও মাটিতেই পা থাকে শাহরুখের। তাঁর সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লাগছে। কেকেআরকে অনেক শুভেচ্ছা, ফাইনালে প্রবেশ করার জন্য'।