বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ দল দুরন্ত লড়াই দিল। এই টেস্টে নজর কাড়লেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। তিনি সেভাবে খুব বেশি উইকেট নিতে পারেননি বটে প্রথম টেস্টে, কিন্তু তিনি উইকেট নিয়ে যে সেলিব্রেশন করেছেন তাতে দর্শকদের মন জিতে নিয়েছেন। অবশ্য তাঁর আগে পাকিস্তানের বোলারদের একেবারে কোনঠাসা অবস্থা করে দিয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। বলা ভালো, পাকিস্তানের বোলারদের কার্যত দাঁড়াতেই দেনন বাংলাদেশ ক্রিকেটাররা। মুশফিকুর রহিম মাত্র ৯ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন। এছাড়াও অর্ধশতরান করেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোমিনুল হক, শাদমান ইসলামরা। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে পাকিস্তানের থেকেও ভালো জায়গায় ছিলেন বাংলাদেশ ব্যাটাররা, তবে বাংলাদেশের ইনিংসের অষ্টম উইকেট নিয়ে নজর কাড়লেন শাহিন আফ্রিদি।
মুশফিকুর রহিম ১৯১ রানে আউট হওয়ার পর হাসান মাহমুদকে নিয়ে উইকেটে লড়াই চালাচ্ছিলেন ব্যাটার মেহেদি হাসান মিরাজ। ৫৩৪ রানের মাথায় স্ট্রাইকার্স এন্ডে থাকা ব্যাটার হাসান মাহমুদকে আউট করেন শাহিন আফ্রিদি। ১৮ বলে ০ রান করে সাজঘরে ফেরেন হাসান। শাহিন আফ্রিদির বলে উইকেটের পিছনে মহম্মজ রিজওয়ানের হাতে ধরা দেন তিনি। অফসাইডের বাইরের ব্যাট ব্যাট ছুঁইয়ে আউট হন তিনি। এরপরই নিজের পরিবারের নতুন সদস্যকে উদ্দেশ্য করে সেলিব্রেশন করতে দেখা যায় পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদিকে।
আরও পড়ুন-৯ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া মুশফিকুরের! প্রথম টেস্টে পাক বোলারদের লজ্জা দিল বাংলাদেশ…
শাহিন আফ্রিদি বাংলাদেশের ব্যাটার হাসানকে আউট করার পর নিজের সদ্যজাত সন্তানকে উদ্দেশ্যে করে সেলিব্রেশন করেন। আসলে সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছে তাঁর স্ত্রী। এটাই তাঁর সন্তানের জন্মানোর পর প্রথম উইকেট, সেই কারণেই হাসানকে আউটের পর কোলে বাচ্চা আদর করার ঢংয়ে সেলিব্রেশন করলেন শাহিন। এরপর অবশ্য তিনি বাংলাদেশের সেট ব্যাটার মেহেদি হাসান মিরাজকেও আউট করেন। একঝলকে সেই সেলিব্রেশনের ভিডিয়ো
আরও পড়ুন-ক্রিকেট ছেড়ে ব্যাডমিন্টন কোর্টে মাহি! ফুল ফিট ধোনি খেলবেন আইপিএলে? আসায় ভক্তরা…
বাংলাদেশ দল ৫৬৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২৩। ম্যাচে এখনও পিছিয়ে পাকিস্তান ৯৪ রানে। ম্যাচে ৩০ ওভার বোলিং করে ৮৮ ওভারে ২ উইকেট নেন শাহিন।