পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি দেশের ক্রিকেটের বেহাল অবস্থা দেখে কার্যত ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছেন। প্রাক্তন এই তারকা ক্রিকেটার দাবি করেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি নাকি তাঁকে বলেছেন যে তিনি “ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না।" ICC Men's Champions Trophy 2025 এর গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেটের পরিবেশ খুবই জটিল হয়ে রয়েছে।
অধিনায়ক মহাম্মদ রিজওয়ান-এর নেতৃত্বাধীন পাকিস্তান দল প্রথমে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে পরাজিত হওয়ার পর সেমিফাইনালে যেতে পারেনি। বাংলাদেশ ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে যায়। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের শেষ গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হয়ে যায়। তাই গ্রিন ব্রিগেড গ্রুপের তলানিতে শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।
আকিব জাভেদের কোচিং স্টাইল নিয়েও প্রশ্ন
আকিব জাভেদের কোচিং থেকে শুরু করে টুর্নামেন্টের ক্রিকেটার বাছাই নিয়ে টানা সমালোচনা হচ্ছে। উল্লেখ্য, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একজন ফ্রন্টলাইন স্পিনার (আব্রার আহমেদ) নিয়ে খেলেছিল, যেখানে গোটা প্রতিযোগিতাই পাকিস্তান আয়োজন করেছিল। এখানে বুঝতে হবে, যে পাকিস্তানে স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকে, সেখানকার পরিবেশ এবং উইকেটের কারণে। অথচ নিজেরাই নিজেদের দেশের কন্ডিশন ঠিক মতো কাজে লাগাতে পারেনি পাক শিবির।
নকভিকে কটাক্ষ করলেন আফ্রিদি
এবার শাহিদ আফ্রিদি পিসিবি চেয়ারম্যান নকভির উপর কটাক্ষ করে বলছেন যে তাকে ক্রিকেট সম্পর্কে জ্ঞান রাখা ব্যক্তিদের সাথে কাজ করা উচিত। আফ্রিদি বলছেন, “কিছুদিন আগে লাহোরে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছিলাম। মাঠের উন্নয়ন, গাদ্দাফি স্টেডিয়ামে কাজ, সবই বেশ ভালো এবং সুন্দর। তিনি কাজ করেছেন এবং আরও কাজ করতে চান। কিন্তু তিনি এটাও বলেছেন যে তিনি ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না। যখন আপনি ক্রিকেট জানেন না, তখন আপনাকে সৎ, ক্রিকেটের জন্য নিজেদের উৎসর্গ করা মানুষের সাথে কাজ করা উচিত'।
পরপর কোচ, অধিনায়ক পরিবর্তন
গত কয়েক বছরে, পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। বেশ কয়েকজন কোচ পদত্যাগ করেছেন এবং অধিনায়কত্ব একজন খেলোয়াড় থেকে অন্য খেলোয়াড়ের কাছে চলে গেছে। নির্বাচক কমিটিরও কোনও স্থায়িত্ব নেই। এছাড়া দলের মধ্যেই দলবাজি, ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্ব নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।
নির্বাচক কমিটি নিয়ে প্রশ্ন আফ্রিদির
শাহিদ আফ্রিদি বলেছেন যে, পিসিবিতে অভিজ্ঞ এবং পেশাদার মানুষের অভাবের কারণেই সিনিয়র দলের পারফরম্যান্স তলানিতে। তিনি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করার দাবিও করেছেন। তাঁর কথায়, “নির্বাচক কমিটি এবং পরিচালকদের মধ্যে যাদের দেখছি, তারা ক্রিকেট জানে না, তারা সবাই আমলা। ক্রিকেটের সঙ্গে তাদের সম্পর্ক কী? তারা কেন নির্বাচন কমিটিতে বসে আছে? তারা কেন ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা পরিচালনা করছে? সবাই পাকিস্তান দলকে দেখছে। আপনাকে ঘরোয়া ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করতে হবে। যদি অভিভাবক ভালো হয়, তাহলে সন্তান নিজে থেকেই ভালো হবে"।
মোহসিন নকভি রাজনীতির মানুষ
আসলে বর্তমান পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি পাকিস্তান সরকারের অভ্যন্তরীণ মন্ত্রীও। তিনি গত বছর পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ক্রিকেটের এই পদের দায়িত্ব গ্রহণ করলেও তিনি তো নিজে ক্রিকেটার নন। ফলে দলের ভালো চাইলেও, দলের কী করলে ভালো সেটা তিনি ঠিকভাবে বুঝতেও পারেননা, যার জেরেই পাকিস্তানের এই অবস্থা বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মোহসিন নকভির আমলেই কয়েক মাস আগে পাকিস্তান ICC Men's T20 বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল।