সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের জন্য। প্রথমে বিশ্বকাপের লজ্জাজনক পরাজয় আর তারপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হার। তিনটি ফরম্যাটের জন্য তিনটি অধিনায়ক বাছা ও দলের নতুন পরিচালক আনা সত্ত্বেও পরিস্থিতি একেবারেই যাচ্ছে না পাকিস্তানের পক্ষে। সবমিলিয়ে, গোটা দলকেই এখন দেখাচ্ছে দিশেহারা ও ছন্দহীন। তবে এরই মাঝে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। প্রাক্তন এই পাক তারকা তিনি দাবি করলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে দলকে যেটা করতে হবে, সেটা হলো একটি অধিনায়ককেই সব ফরম্যাটের দায়িত্ব দিতে হবে। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করলেন যে সহ-অধিনায়কের কোনও দরকারই নেই দলে।
প্রাক্তন পাক তারকা বলেন, 'এই মুহূর্তে আমাদের দল একেবারেই ভালো ক্রিকেট খেলতে পারছে না। অবস্থাটা একেবারেই ভালো নয় আমাদের। তবে এমন বিশ্রী পরিস্থিতি এড়াতে হলে যেটা এই মুহূর্তে পিসিবির করতে হবে, সেটা হলো একজন ক্রিকেটারকেই সমস্ত ফরম্যাটের দায়িত্ব দিতে হবে। সব ফরম্যাটের জন্যই একজন অধিনায়ক বেছে নিতে হবে। শুধু এটাই নয় আমি আরো মনে করি যে সহ-অধিনায়কের কোনও দরকারই নেই আমাদের দলে। এতে যেটা লাভ হবে, সেটা হলো দলের সকল ক্রিকেটারের কাছে একটা স্পষ্ট বার্তা যাবে।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে আফ্রিদি সমর্থন জানিয়ে সাহায্যের হাত বাড়ালেন দলের নতুন পরিচালক মহাম্মদ হাফিজের দিকে। প্রাক্তন অলরাউন্ডার জানালেন, 'দেখুন আপনাদের যদি মনে হয় মহাম্মদ হাফিজ দলের পরিচালক হিসেবে সঠিক ও যোগ্য, তাহলে একটা সিরিজ দিয়ে ওকে বিচার করবেন না। ওকে পর্যাপ্ত সময় দিতে হবেই। ঠিক একইভাবে দলের নতুন অধিনায়ককে এবং নতুন ক্রিকেটারদেরও আপনাদের সময় দিতেই হবে। অন্তত একটা অধিনায়ক কেমন পারফর্ম করছে তা তিন বছর দেখা উচিত এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।'
এছাড়াও, আফ্রিদিকে প্রশ্ন করা হয় টি-টোয়েন্টি দল সম্পর্কে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'দেখুন সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এবং আমি মনে করি তার আগে কোনরকম হঠকারিতায় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দলে এই মুহূর্তে যে ক্রিকেটাররা রয়েছে তাদের লাগাতারর খেলাতে হবে এবং মনে আত্মবিশ্বাসও জোগাতে হবে। এই মুহূর্তে আমি মনে করি দলের উচিত তরুণ ক্রিকেটার আইয়ুবকে দিয়ে ফখর জামানের সঙ্গে ওপেনিং করানো।'