শনিবার অ্য়ান্টিগায় ভারতের বিরুদ্ধে চলটি টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের ম্যাচে বল হাতে দুর্দান্ত একটি মাইলস্টোন স্থাপন করেন শাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অল-রাউন্ডার এক্ষেত্রে বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ছুঁয়ে ফেলেন সাফল্যের অবিশ্বাস্য এক শৃঙ্গ।
ভারতের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বাংলাদেশ শুরুতে পিচের উভয় প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ শানায়। প্রথম ওভারে বল করতে আসেন মেহেদি হাসান। দ্বিতীয় ওভারে বল করতে আসেন শাকিব। প্রথম ২ ওভারে ২৩ রান সংগ্রহ করে নেয় টিম ইন্ডিয়া।
চতুর্থ ওভারে ফের বল করতে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শাকিব আল হাসান। ৩.৪ ওভারে শাকিবের বলে বড় শট নেওয়ার চেষ্টায় জাকের আলির হাতে ধরা পড়েন হিটম্যান। ১১ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ভারত দলগত ৩৯ রানে ১ উইকেট হারায়।
রোহিত শর্মার উইকেট নেওয়া মাত্রই শাকিব বিশ্বের প্রথম ও একমাত্র বোলার হিসেবে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। টি-২০ বিশ্বকাপের ৪২টি ম্যাচের ৪০টি ইনিংসে বল করে শাকিব এই কৃতিত্ব অর্জন করেন।
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শাকিব আল হাসানের দখলেই। এই নিরিখে শাকিবের ধারেকাছে কেউ নেই। শাকিবের পিছনে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি। পাক তারকা টি-২০ বিশ্বকাপের ৩৪টি ম্যাচের ৩৪টি ইনিংসে বল করে সাকুল্যে ৩৯টি উইকেট সংগ্রহ করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা। তিনি টি-২০ বিশ্বকাপের ৩১টি ইনিংসে বল করে সাকুল্যে ৩৮টি উইকেট সংগ্রহ করেছেন।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেট:-
১. শাকিব আল হাসান- ৪২টি ম্যাচের ৪০টি ইনিংসে ৫০টি উইকেট।
২. শাহিদ আফ্রিদি- ৩৪টি ম্যাচের ৩৪টি ইনিংসে ৩৯টি উইকেট।
৩. লসিথ মালিঙ্গা- ৩১টি ম্যাচের ৩১টি ইনিংসে ৩৮টি উইকেট।
ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের ম্যাচে শাকিব আল হাসান ৩ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। মার খাচ্ছিলেন বলে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত শাকিবের বোলিং কোটা পূরণ করানোর সাহস পাননি।