দেশের মাটিতেই নিজের ক্রিকেট জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান বলে জানিয়েছিলেন শাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে খেলার সময় নিজের এই ইচ্ছার কথা জানান তিনি। তবে সেই সময় বোর্ডের তরফে জানানো হয়, শাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না তারা। তবে এখন মনে হচ্ছে সেই ইচ্ছা পূরণ হতে চলছে তাঁর। সম্প্রতি সে দেশের সরকারের তরফে তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যক্তিগত ভাবে শাকিবের ইচ্ছার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘শাকিব দেশের জন্য অনেক করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট খেলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত’।
ভুইঁয়া আশ্বাস দিয়ে জানান, বোর্ডের তরফে শাকিবকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের এই অলরাউন্ডারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত হবে। আসিফ বলেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা শাকিব আল হাসানের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ’। এর আগে আসিফই বলেছিলেন, নিরাপত্তা পেতে হলে শাকিব আল হাসানকে তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে। এখন তাঁর এই ১৮০ ডিগ্রি পাল্টি খাওয়ার পর শাকিবের শেষ টেস্ট বাংলাদেশের মাটিতে হওয়ার বিষয়ে আশাবাদী ক্রিকেট মহল। সব কিছু ঠিক থাকলে মিরপুরেই শেষ টেস্ট খেলবেন তিনি।
প্রসঙ্গত, শাকিব আল হাসান বাংলাদেশে হাসিনা সরকারের আমলে একজন সাংসদ ছিলেন। ত মাসে তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। বর্তমানে সে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। স্বভাবতই সেই কারণে দেশে ফেরার ব্যাপারে বেশ চাপে রয়েছেন এই অলরাউন্ডার। দেশের মাটিতে নিজের নিরাপত্তার বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। একজন সিনিয়র বোর্ড কর্তা শাকিবকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘রাজনৈতিক নেতা হিসেবে আপনি শাকিবের দিকে আঙুল তুলতে পারেন না। হ্যাঁ, সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিল। কিন্তু তার মেয়াদকাল মাত্র ৬ মাস ছিল। তাহলে সে কী দুর্নীতির দায়ে শাস্তি পেতে পারে? মানছি ওর বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু এটাও ঠিক রাজনীতির সঙ্গে তার খুব বেশি যোগাযোগ ছিল না’। হয়তো খুব তাড়াতাড়ি সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য ফাঁকা থাকবেন কিনা জানিয়ে দেবেন শাকিব আল হাসান। তারপরই বোর্ডের তরফে দেশের মাটিতে তাঁর জন্য বিদায় টেস্ট ম্যাচের ব্যবস্থাপনা করা হবে।