আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক ক্রিকেট খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। দুই দশক পরেও এখনও নিয়মিত খেলছেন শাকিব আল হাসান। তিনি বল হাতে প্রায় সময়ই প্রতিপক্ষকে আঘাত করেন। কিন্তু কখনও তাঁকে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়তে হয়নি। তবে, কেরিয়ারের গোধূলি লগ্নে এসে বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়লেন শাকিব আল হাসান। প্রশ্ন উঠেছে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন শাকিব আল হাসান।
দ্বিতীয়বারের পরীক্ষায় ব্যর্থ হলেন শাকিব আল হাসান
বোলিং অ্যাকশন নিয়ে দ্বিতীয়বারের পরীক্ষায় শাকিব আল হাসান আবারও ফেল করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষাতেও শাকিব আল হাসান উত্তীর্ণ হতে পারেননি। বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না শাকিব, তবে ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। এমন তথ্য জানিয়েছে বিসিবি।
আরও পড়ুন… ভিডিয়ো: ছেলের বলে ছক্কা, বাবা ধরলেন ক্যাচ, রেগে গেলেন মা! BBL 2024-25-এ অবাক করা মুহূর্ত
কাউন্টি ক্রিকেটে আম্পায়াররা শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন
গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শাকিব আল হাসান বিপাকে পড়েন। সেখানেই আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এর ফল স্বরূপ, ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে একটি স্বাধীন পর্যবেক্ষণের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড শাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছিল।
আরও পড়ুন… ISL 2024-25: ১১ ম্যাচ পরে জয় পেল মহমেডান! কাসিমোভের গোল, ১-০ হারাল বেঙ্গালুরুকে
বেঙ্গালুরুতে পরীক্ষায় ব্যর্থ হন শাকিব-
এই ঘোষণার ফলে আইসিসি সদস্য দেশগুলোর আয়োজিত এবং অনুমোদিত ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করার বৈধতা হারান শাকিব আল হাসান। এরপর আইসিসি অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি শাকিব। গত মাসে ভারতের চেন্নাইতে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে শাকিবের বোলিং অ্যাকশনের আরেকটি পর্যবেক্ষণ সম্পন্ন করা হয়েছিল। যেখানে শাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া যায়। এরপরেই শাকিব আল হাসান বোলিং করার বৈধতা হারিয়েছেন।
আরও পড়ুন… PAK vs WI Test: ফিরলেন ইমাম উল হক, ১৫ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান, টিমে একাধিক চমক
বল না করতে পারলেও ব্যাট করতে পারবেন শাকিব
এই সিদ্ধান্তের ফলে ইসিবি’র দেওয়া নিষেধাজ্ঞা শাকিব আল হাসানের উপর বহাল থাকছে। পরপর দুটি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আগামী এক বছর আর কোনও ধরনের পরীক্ষায় অংশ নিতে পারবেন না শাকিব। এই সময়ের পর আবার পরীক্ষা দিয়ে তাকে সফল হতে হবে, তবেই তিনি আবার বল করতে পারবেন। তবে বিসিবি জানিয়ে দিয়েছে ঘরোয়া এবং আন্তর্জাতিক কোন সংস্করণেই ব্যাটার হিসেবে খেলতে শাকিব আল হাসানের বাধা নেই।