টি২০ বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার বিষয় এক পা এগিয়েই রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে যাওয়ায় তাঁদের কাজ আরও সহজ হয়ে গেছে। অনেক দিন পর টি২০ ফরম্যাটে বড় রান পেয়েছেন শাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে তাঁর ব্যাটে চলছিল রানের খরা। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হলেও খেলায় অভিজ্ঞতার ছাপ দেখা দিচ্ছিল না। গুরুত্বপূর্ণ সময় নিজের উইকেট ছুঁড়ে দিয়ে চলে আসছিলেন। নেহাত শ্রীলঙ্কার বিপক্ষে দল জিতে যাওয়ায় এবারের টি২০ বিশ্বকাপে বাংলাদেশ হয়ত পরের রাউন্ডে যাবে, নাহলে তাঁদের পক্ষে কাজটা কঠিনই ছিল। এরই মধ্যে শাকিবের খারাপ পারফরমেন্সের জন্য তাঁর সমালোচনা করেছিলেন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, নেদারল্যান্ডসের বিপক্ষে রান পেয়ে ম্যাচের সেরা হয়ে এবার সেহওয়াগকে চিন্তেই পারলেন না শাকিব।
আরও পড়ুন-‘তোমার পরিসংখ্যান তো আমার থেকেও খারাপ’! বাবরকে ফের বিষেদগার শেহজাদের
প্রথম দুই ম্যাচে দঃ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পাননি শাকিব আল হাসান। ব্যাট হাতে ভুল শট সিলেকশন করে দলকে ডোবানোয় তাঁর সমালোচনা করে বীরেন্দ্র সেহওয়াগ বলেছিলেন, ‘তোমায় তো অভিজ্ঞতার জন্য দলে নেওয়া হয়েছে, সেটাই করে দেখাচ্ছ না শাকিব। অন্তত উইকেটে কিছুক্ষণ ধৈর্য ধরে তো খেলতে হবে। তুমি তো আর ম্যাথু হেডেন বা অ্যাডাম গিলক্রিস্ট নও যে শর্ট বলে হুক বা পুল শট খেলতে পারবে। তুমি বাংলাদেশের ক্রিকেটার, তাই নিজের যোগ্যতা অনুযায়ী স্ট্রোক শট খেল ’।
আরও পড়ুন-বিদায় শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের, কামব্যাক ইংরেজদের, একঝলকে গ্রুপের পয়েন্ট টেবিল
বীরুর এই মন্তব্য নিয়েই নেদারল্যান্ডস ম্যাচের পর প্রশ্ন করা হয় শাকিব আল হাসানকে। দলের ২৫ রানে জয়ের দিনে ব্যাট হাতে ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেন শাকিব। এরপরই সাংবাদিকের প্রশ্ন শুনে তিনি পাল্টা সাংবাদিককেই জিজ্ঞাসা করে বসেন বীরেন্দ্র সেহওয়াগ কে? এরপর অবশ্য নিজের অহঙ্কার বোধ থেকে একটু সরে এসে শাকিব বলেন, ‘ ক্রিকেটাররা কখনও সমালোচনার জবাব দেয় না। তাঁর কাজ দলের জন্য খেলা এবং অবদান রাখা। সেটা করতে না পারলে সেই নিয়ে তো কথা হবেই, বিষয়টা তাই অতটাও খারাপ নয়’।
আরও পড়ুন-রূপকথা লিখে সুপার এইটে আফগানিস্তান,সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, বিদায় কিউয়িদের
সেহওয়াগের মন্তব্য যে মোটেই ভুল ছিল না সেটা প্রথম দুই ম্যাচেই প্রমাণ পাওয়া গেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ বিশ্বকাপে এবারে তাঁদের প্রথম ম্যাচে ১৪ বলে মাত্র ৮ রান করেন শাকিব। এরপর দঃ আফ্রিকার বিরুদ্ধে ১১৪ রান তাড়া করতে নেমে ৪ বলে ৩ রান করে আউট হয়ে যান শাকিব, সেই ম্যাচে বাংলাদেশ হারে মাত্র ৪ রানে। তারপরই শাকিবের সমালোচনায় মুখর হন বীরু। ৩৭ বছর বয়সী শাকিব দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার। পাশাপাশি আইসিসি সেরা অলরাউন্ডার মধ্যে অন্যতম। সেই শাকিবই যদি এমন দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলেন, তাহলে তো প্রশ্ন উঠবেই।