বাংলাদেশ দলের টি২০ বিশ্বকাপ অভিযান মোটেই ভালো হয়নি। গ্রুপ স্টেজের গণ্ডি তাঁরা টপকে গেলেও সুপার এইট রাউন্ডে বিশ্রী ফল করে বাংলাদেশ দল। আফগানিস্তানের কাছে শেষ ম্যাচে হারের পাশাপাশি ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারে তাঁরা। গ্রুপ স্টেজে শ্রীলঙ্কা ম্যাচ জিতে যাওয়ায় তাঁরা পরের রাউন্ডে গেছিল, নাহলে শান্ত , শাকিবদের পারফরমেন্স মোটে পরের রাউন্ডে যাওয়ার মতো ছিল না। এবারের টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা একদমই নজর কাড়তে পারেননি। অন্যতম কারণ অবশ্যই নিউ ইয়র্কের উইকেট। তবে অপর কারণ দলের ব্যাটারদের ফর্মে না থাকা। লিটন দাস আফগানিস্তানের বিপক্ষে রান পেলেও দলকে জেতাতে পারেননি। তবে সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে, তিনি হলেন শাকিব আল হাসান। তিনি এখনও নিজের ভবিষ্যৎ নিয়েই নিশ্চিত হতে পারছেন না।
আরও পড়ুন-বাগানের আইলিগজয়ী ‘সেভজিত’ ২ বছরের জন্য লালহলুদে! এসেই সমর্থকদের বললেন, 'তোমরাই অনুপ্রেরণা'
বর্তমানে শাকিব আল হাসানের বয়স ৩৭ বছর। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে ৭ ম্যাচে খেলে মাত্র ৩টি উইকেট নেন শাকিব। একদা সিমিত ওভারের ক্রিকেটের সেরা অলরাউন্ডারের এমন পারফরমেন্স মোটেই খুশি করেনি দলকে। এদিকে ব্যাট হাতেও খারাপ পারফরমেন্সের ধারা বজায় রাখেন প্রাক্তন অধিনায়ক। ব্যাটিং গড় ছিল ১৮.৫, এই পরিস্থিতিতে আগামী তিন চার বছরের জন্য আর কোনও প্ল্যানিং করছেন না শাকিব, স্পষ্টই জানাচ্ছেন এখন স্বল্পমেয়াদি ভাবেই প্ল্যান করছেন তিনি। পাকিস্তান সিরিজে খেলবেন, কিন্তু ভারতের বিপক্ষে খেলবেন কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি।
আরও পড়ুন-শনিবার কলকাতা লিগে সামনে রেনবো এসি! ভবানীপুর ম্যাচে দলের খেলায় অখুশি বাগান কোচ
বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান বলছেন, ‘আমার এই মূহূর্তে তেমন কোনও প্ল্যানিং নেই। তিন চার বছরের জন্য প্ল্যান করার সময় এই মূহূর্তে আমার কাছে নেই, তাই তিন মাস, ছয় মাস করেই প্ল্যানিং করছি। সামনে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে,সেটা নিয়েই ভাবছি, তার থেকে বেশি এগিয়ে কিছুই ভাবছি না এখন। আমার সামনে মেজর লিগ ক্রিকেট এবং কানাডা লিগ রয়েছে। এই দুটো লিগ খেলার পরই বুঝতে পারব আমি ঠিক কোন জায়গায় রয়েছি, সেটা আমার জন্য বোঝা খুব দরকার। দেখা যাক কি হয়, তারপরই ভবিষ্যৎ-এর কথা চিন্তা করব ’।
আরও পড়ুন-বিরাটকে কোহিনূর বলেছিলেন সিধু, পাল্টা বুমরাহকে আরও দামি বললেন দীনেশ কার্তিক
ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি তাসকিন আহমেদ। তাঁর বাস মিস করা প্রসঙ্গে শাকিব বলেন, ‘তাসকিন বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নেয়, আর দলের বাকিরাও সেটা মেনে নেয়। কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। আর ওয়েস্ট ইন্ডিজে গাড়ি পাওয়ার বিষয়টি খুব অসুবিধার। ম্যাচে ১০ মিনিট আগে পৌঁছালেও সেই সময় ওকে দলে নেওয়া সম্ভব হয়নি কোনওভাবে ’ । প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে ভারতের সঙ্গে টি২০ সিরিজ খেলার কথা বাংলাদেশের।