ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। কিন্তু তার পরেও কানপুরের মাঠে যেই ছবিটা দেখা গেল তা সকলের মন জিতেছে। কারণ সেই ছবি গুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানের হাতে বিশেষ উপহার তুলে দিচ্ছেন বিরাট কোহলি। এই সময়ে বিরাট কোহলিকে এক অবিস্মরণীয় উপহার দিতে দেখা গিয়েছে। বিরাট কোহলির এই পদক্ষেপের পিছনের যে কারণটি রয়েছে সেটি শাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্তও হতে পারে বলে মনে করা হচ্ছে।
টেস্ট থেকে অবসরের ঘোষণা করেছেন শাকিব আল হাসান
কানপুর টেস্ট শুরুর আগেই অবসরের ঘোষণা করে দিয়েছিলেন শাকিব আল হাসান। তিনি বলেছিলেন যে নিরাপত্তার কারণে যদি তিনি নিজের মাঠে ম্যাচটি খেলতে না পারেন তবে কানপুর হতে পারে তার কেরিয়ারের শেষ টেস্ট। এখন শাকিব পরবর্তী পদক্ষেপ কী নেবেন? সেটা দেখার জন্য সকলেই অপেক্ষা করছেন। শাকিব কি বাংলাদেশে গিয়ে টেস্ট খেলবেন নাকি এটাই তাঁর শেষ টেস্ট ম্যাচ হবে? জানা না গেলেও শাকিবকে আর ভারতে টেস্ট খেলতে দেখা যাবে না এটা নিশ্চিত। ভারতের মাটিতে শেষ টেস্ট খেলে ফেলেছেন তিনি।
আরও পড়ুন… IPL 2025: ধোনি কি আদৌ আনক্যাপড প্লেয়ার হিসাবে খেলবেন? কী বললেন CSK-র সিইও কাশী বিশ্বনাথন
শাকিব আল হাসানকে ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি
কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর, বিরাট কোহলি তাঁর ব্যাটটি শাকিব আল হাসানকে উপহার দেন, যার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। শাকিবকে নিজের স্বাক্ষর করা ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি।
উপহার দেওয়ার আসল কারণ কী?
বিরাট কোহলি কেন হঠাৎ শাকিব আল হাসানকে নিজের ব্যাট উপহার দিলেন? অনেকেই মনে করেন যেহেতু এটি ভারতের মাটিতে শাকিবের শেষ টেস্ট ম্যাচ, তাই এই ম্যাচকে স্মরণীয় করে রাখতেই এমন উপহার দিয়েছেন বিরাট কোহলি। তবে এটা প্রথম নয়, এর আগেও বহু ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। যাদের মধ্যে রিঙ্কু সিংয়ের নামও রয়েছে।
আরও পড়ুন… IND vs BAN 2nd Test: সবাই বলছে জসপ্রীত বুমরাহ জাদুকর, কী বলছেন ভারতের সেরা পেসার?
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে শাকিবের পারফরম্যান্স
ভারতের বিরুদ্ধে ২ টেস্টের চার ইনিংসে বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান ৬৬ রান করেছিলেন। যার মধ্যে ৩২ রান ছিল তার সর্বোচ্চ স্কোর। বোলিংয়ে নিয়েছেন ৪ উইকেট। এটা পরিষ্কার যে পারফরম্যান্সের দিক থেকে এই সিরিজটি শাকিবের জন্য খুব একটা ভালো ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট সিরিজটা ভালো যায়নি বিরাট কোহলির ব্যাট হাতে। চার ইনিংসে তিনি করেছেন মাত্র ১০০ রান।