ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম টেস্টেই বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। পাকিস্তানকে গিয়ে পাকিস্তানের ঘরের মাঠে হারিয়ে আসলেও ভারতে এসে প্রথমেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। অবশ্য ভারত আর পাকিস্তান যে একদমই এক নয়, সেকথা আলবাত জানে বাংলাদেশ ক্রিকেটাররা। আগেই তাঁদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, পাকিস্তানের দলের সঙ্গে ভারতীয় দলের অনেক পার্থক্য রয়েছে।
এবার শাকিব আল হাসানও বলে দিলেন, পাকিস্তান দলের সঙ্গে ভারতীয় দলের তুলনায় করাই উচিত নয়। কারণ টিম ইন্ডিয়া অনেক বেশি অভিজ্ঞ। কানপুরে দ্বিতীয় টেস্টে ভারতই পরিস্কার ফেভারিট হিসেবে মাঠে নামছে। তাঁর আগে শাকিব বলছেন, পাকিস্তানকে হারানো গেছিল কারণ তাঁদের থেকে বাংলাদেশ দলে বেশি অভিজ্ঞ ক্রিকেটাররা ছিলেন। কিন্তু সেই তুলনায় ভারত অনেক অনেক এগিয়ে।
কানপুর টেস্ট শুরুর আগের দিনই ভারতীয় দলের বিরুদ্ধে নামার আগে শাকিব আল হাসান জানিয়ে দিয়েছিলেন, আগামী দঃ আফ্রিকা সিরিজেই তিনি শেষবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। টানা খারাপ পারফরমেন্সের জেরে চাপের মুখে পড়েই এই সিদ্ধান্ত নেন তাঁদের প্রাক্তন অধিনায়ক। এবার তিনিই প্রশংসায় ভরালেন রোহিত শর্মার দলকে।
শাকিবের কথা অবশ্য একশো শতাংশ ঠিক তা বলা যাবে না। কারণ ভারতীয় দলে সরফরাজ খান, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, আকাশদীপের মতো নবাগত তরুণ ক্রিকেটারদের নিয়েও ইংল্যান্ডকে হারিয়েছিলেন রোহিত শর্মা। ফলে শুধু যে অভিজ্ঞতাই নয়, সঙ্গে প্রতিভার দিক থেকেও বর্তমান টিম ইন্ডিয়া ঠাসা, সেকথাই মনে করাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
শাকিব আল হাসান কানপুর টেস্টে নামার আগে বলছেন, ‘পাকিস্তান একদমই নতুন দল, অনভিজ্ঞ দল বলা যায়। আমাদের দলের দিকে যদি তাকাও। আমাদের ম্যাচগুলো যদি লক্ষ্য করে থাকো, তাহলে বোঝা যাবে ওদের থেকে আমাদের দলে অভিজ্ঞতা বেশি। আর টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টা একটা বড় ফ্যাক্টর তা মানতেই হবে’।
দেশের মাটিতে ভারতীয় দল গত ১২ বছরে একটি সিরিজেও হারেনি। এমন দলের প্রশংসা না করেই বা থাকা যায় নাকি। ২০১২-১৩ সালের পর থেকে টানা ১৭ সিরিজে দেশের মাটিতে অপরাজিত রয়েছে টিম ইন্ডিয়া। সেখানে ২০২১ সালের পর থেকে আর টেস্ট সিরিজই জেতেনি পাকিস্তান, সম্প্রতি হেরেছে বাংলাদেশ, ইংল্যান্ডের বিরুদ্ধেও।
বর্তমান ভারতীয় দলের ধারাবাহিকতা নিয়েই শাকিব বলছেন, ‘ভারত এই মূহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল। ওরা ঘরের মাঠে কার্যত অপরাজেয়। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম কোথাও যে ওরা ৪০০০ দিন ধরে অপরাজিত রয়েছে ঘরের মাঠে টেস্টে। সেটাই প্রমাণ করে তাঁরা কত ভালো দেশের মাঠে। তবে শুধু দেশেই নয়, ভারতীয় দল বিদেশের মাটিতেও ধারাবাহিকভাবে ভালো খেলছে। সব দেশই ভারতে এসে ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে, আমাদেরও তাই হয়েছে। আমরা সেখানে চেষ্টা করব ভালো একটা লড়াই দেওয়া। অন্যান্য দেশের দিকে তাকালে দেখতে পারবে, ওরাও দেশের মাটিতে একটা আধটা ম্যাচে হারে। কিন্তু ভারত হারেই না’।
শাকিব আরও বলছেন, 'ভারতকে আমরা ওডিআই সিরিজে বাংলাদেশে হারিয়েছিলাম, একবার টেস্ট সিরিজেও হারানোর মতো জায়গায় গেছিলাম। চেন্নাই টেস্টে কয়েকটা সময়কালে আমরা ভালো ক্রিকেটও খেলেছি, কিন্তু সাড়ে তিনদিনে ম্যাচ হারাটা ঠিক নয়। মানে এমন ফলাফল আশা করা যায়না, এর থেকে আমরা ভালোই খেলেছিলাম। কানপুরেও তাই চেষ্টা করব ভালো ক্রিকেট উপহার দেওয়ার '।