কিছুটা চাপ মুক্ত হলেন হাসিনার সরকারের প্রাক্তন এমপি শাকিব আল হাসান। এবার তাঁর দেশের ক্রিকেট বোর্ড তাঁর পাশে দাঁড়ালেন। গত ৫ তারিখ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন শাকিব আল হাসান। তাঁর বিরুদ্ধে হয়েছিল হত্যা মামলা। বাংলাদেশের মহম্মদপুরের আদাবর থানায় গার্মেন্টসকর্মীকে হত্যার দায়ে মামলা করা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামি লিগের বহু নেতাকর্মীকে আসামি দেখানো হয়েছে। সেখানে আছে আওয়ামি লিগের প্রাক্তন সংসদ সদস্য শাকিব আল হাসানের নামও। তবে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত শাকিবের খেলতে বাঁধা নেই বলেও জানিয়ে দিয়েছে বিসিবি। সেই সঙ্গে বিসিবি জানিয়েছে তারা এই মামলার আইনি লড়াইয়েও শাকিবের পাশেই আছেন।
এখনই দেশে ফিরবেন না শাকিব-
এদিকে শোনা যাচ্ছে পাকিস্তানে চলতি টেস্ট সিরিজ শেষ করে শাকিব চলে যাবেন কাউন্টি ক্রিকেট খেলতে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট শেষ করে পাকিস্তান থেকে ইংল্যান্ড চলে যাবেন শাকিব। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি। সেপ্টেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ দল। কাউন্টি ক্রিকেট শেষ করে দেশে না ফিরে ভারতে দলের সঙ্গে যোগ দিতে পারেন শাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ১০ উইকেটের জয়ের পিছনে শাকিব আল হাসানের বড় অবদান ছিল। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ৩ উইকেট তুলে তাদের দ্রুত অলআউট করার পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি।
আরও পড়ুন… গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ICC, কেমন ছিল তরুণ ক্রিকেট প্রশাসক জয় শাহের যাত্রা?
শাকিবের বিরুদ্ধে কীসের মামলা-
এদিকে শাকিবের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। ছাত্র আন্দোলনের সময় মিছিলে গিয়ে প্রাণ হারানো এক পোশাক শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী করা হয় প্রাক্তন অধিনায়ককে। ইতিমধ্যেই সেই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত বিচারের জন্য শাকিবকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। যেখানে বলা, অবিলম্বে শাকিবকে চলতি পাকিস্তান সিরিজের দল থেকে সরিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে হত্যা মামলার বিচারের জন্য।
আরও পড়ুন… টেস্ট ক্রিকেটকেই অগ্রাধিকার, ICC-র নয়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই জয় শাহের বড় ঘোষণা
শাকিবকে নিয়ে কী বলছে BCB?
শাকিবের এই ইস্যুতে বিসিবি-র নতুন প্রেসিডেন্ট ফারুখ আহমেদ জানিয়েছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলবেন শাকিব। অর্থাৎ ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দলে শাকিবের থাকা নিয়েও আর কোনও সংশয় থাকছে না। ফারুখ আহমেদ জানিয়েছেন, ‘শাকিবের বিরুদ্ধে সবেমাত্র এফআইআর দায়ের হয়েছে। তার পরে বিচার হতে অনেকগুলো পর্যায় রয়েছে। যতদিন পর্যন্ত শাকিব দোষী প্রমাণিত না হচ্ছে ততদিন পর্যন্ত ওকে খেলানো হবে।’ বিসিবি প্রেসিডেন্ট জানান, শাকিবকে দেশে ফেরানোর নোটিস পেয়েছেন তাঁরা। কিন্তু সেই নোটিসের কারণে শাকিবকে নিয়ে বোর্ডের অবস্থান মোটেই বদলাচ্ছে না। আইনজীবীর নোটিসের জবাবেও সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বিসিবি প্রেসিডেন্ট জানান, শাকিব জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাই আগামী ম্যাচগুলোতে বাংলাদেশের জার্সিতে খেলবেন তিনি।