বাংলা নিউজ > ক্রিকেট > Akash Deep: শামির গুরুমন্ত্রে সাফল্য, জাতীয় দলে সুযোগ পেয়ে জানালেন আকাশ দীপ

Akash Deep: শামির গুরুমন্ত্রে সাফল্য, জাতীয় দলে সুযোগ পেয়ে জানালেন আকাশ দীপ

আকাশ দীপ। (PTI)

ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। এরপরই জানালেন ভারতের তারকা পেসার মহম্মদ শামির থেকে পাওয়া পরামর্শ তাঁর বোলিংকে অনেক উন্নত করেছে। আকাশ দীপ ভারত এ দলের হয়ে দলীপ ট্রফির ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। 

ভারতের পেসার আকাশ দীপ বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা করে নিয়েছেন। ভারত এ দলের হয়ে দলীপ ট্রফির ম্যাচে ৯ উইকেট পাওয়ার পর আকাশের জাতীয় দলে সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে আকাশ তারকা পেসার মহম্মদ শামির কাছ থেকে মূল্যবান পরামর্শ লাভ করেছিলেন, যা তাঁকে দলীপ ট্রফিতে ৯টি উইকেট পেতে সাহায্য করেছিল এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ প্রশস্ত করেছিল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা করে নেওয়ায় স্বভাবতই খুশি আকাশ দীপ। মহম্মদ শামির চোট থাকার কারণে দলে একজন পেসারের জায়গা ফাঁকা ছিল। আকাশ নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে কোনও কসুর রাখেননি। দলীপ ট্রফির ম্যাচে আকাশ জ্বলে উঠেছিল, তাঁর ৯ উইকেট লাভ জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি ভারত বি-এর বিরুদ্ধে ভারত এ-এর হয়ে ১১৬ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন। 

আকাশের ৯ উইকেটের মধ্যে উল্লেখযোগ্য নীতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের উইকেট। আকাশ রেড্ডিকে আউট করেন লেট্ সীম মুভমেন্টের সৌজন্যে, তাঁর বল সোজা অফ স্টাম্প উড়িয়ে দেয়। অন্যদিকে সুন্দরকে আউট করার আগে বেশ কয়েকটি সোজা বল করে তিনি, এরপর ভেরিয়েশন করে ইনসুইঙ্গার করে। বল বুঝতে না পেরে আউট হয়ে যান ওয়াশিংটন। আকাশ বলেন, ‘আমি নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকে বোল্ড করেছি, এই দুটি উইকেট আমার নেওয়া উইকেটগুলির মধ্যে সবচেয়ে প্রিয় ৷ আমি নেটে ওয়াশিংটনকে অনেক বল করেছি। সেও আমার বিরুদ্ধে অনেক ব্যাটিং করেছে এবং এতে অভ্যস্ত হয়ে গেছে। তাই আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা আমি আগে তাঁর বিরুদ্ধে করিনি’।

আকাশ দীপ মহম্মদ শামির থেকে পরামর্শ পাওয়ার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন সেই পরামর্শ তাঁকে দলিপ ট্রফির ম্যাচে সাহায্য করেছিল। আকাশ বলেন, ‘আমি যখন বাঁ-হাতি ব্যাটসম্যানকে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করি তখন বল স্বাভাবিকভাবেই শাইনের দিকে সুইং করে বাইরের দিকে চলে যায়, আমি শামির সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলাম কিভাবে বলটিকে ভেতরের দিকে সুইং করিয়ে নিয়ে আসব’। শামি তাঁকে উত্তরে বলেছিলেন এসব বিষয়ে বেশি ভাবতে নয়।  নিজের সেরাটা দিতে, সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি নিজেই ঠিক হয়ে যাবে। উল্লেখ্য, এবছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের হয়ে অভিষেক হয়েছিল আকাশ দীপের। তিনি একটি টেস্ট খেলেন এবং প্রথম ইনিংসে ৮৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী? মুলতালে শতরান ৩ পাক ব্যাটারের! পাল্টা লড়াই শুরু ইংরেজদেরও…বড় রানের লক্ষ্যে রুট ফুচকাওয়ালার স্টল ফেলে ভেঙে দিলেন সিংঘি পার্কের কর্মকর্তারা, ঘটনা ঘিরে শোরগোল প্রতিপদ থেকেই পুজোর রীতি, এই রাজবাড়িতে পর্যটকদের জন্য রয়েছে থাকার বন্দোবস্ত 'দুজনেই খুব লাজুক তাই…' প্রেমিকের সঙ্গে প্রথম পুজো, কী প্ল্যান করলেন দিতিপ্রিয়া 'আমার মা ভারতেই আছেন...', গুজব উড়িয়ে দাবি হাসিনার ছেলের ৯১৬৩৭৩…দুর্গাপুজোয় কেউ হারিয়ে গেলে ফোন করুন এই হেল্পলাইনে, উদ্যোগে কলকাতা পুলিশ সিঙ্গাপুর জুড়ে ‘জিগরা’-র শ্যুটিং, দেখে নিন আলিয়া-বেদাংয়ের কিছু BTS মুহূর্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.