বিশ্বকাপ খেলতে গিয়ে অনুশীলন ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বসায় শ্রীলঙ্কার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় প্র্যাক্টিস ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কা প্রয়োজনীয় আত্মবিশ্বাস সংগ্রহ করে নেয়। হাতে বড় রানের পুঁঁজি না থাকা সত্ত্বেও শুক্রবার আইরিশদের ৪১ রানের বড়সড় ব্যবধানে হারিয়ে দেয় দ্বীপরাষ্ট্র। সৌজন্যে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকার অল-রাউন্ড পারফর্ম্যান্স।
ফ্লোরিডায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৩২ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। যদিও অপরাজিত ইনিংসে তিনি ৩০টি বল খরচ করেন। মারেন ১টি চার ও ২টি ছক্কা।
এছাড়া ১৫ বলে ২২ রান করেন পাথুম নিশঙ্কা। ৮ বলে ১৩ রান করেন কুশল মেন্ডিস। ১১ বলে ১৩ রান করেন সাদিরা সমরাবিক্রমে। ক্যাপ্টেন হাসারাঙ্গা করেন ২১ বলে ২৬ রান। শানাকা ১৫ বলে ২৩ রান করে আউট হন।
আয়ারল্যান্ডের হয়ে ৪৫ রানে ২টি উইকেট নেন জোশ লিটল। ৩১ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন ব্যারি ম্যাককার্থি। ১টি করে উইকেট পকেটে পোরেন মার্ক আডায়ার, ক্রেগ ইয়ং, কার্টিস ক্যাম্ফার ও বেন হোয়াইট।
আরও পড়ুন:- গত ৮টি T20 বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কারা?
জবাবে ব্যট করতে নেমে আয়ারল্যান্ড ১৮.২ ওভারে ১২২ রানে অল-আউট হয়ে যায়। ক্যাম্ফার ২৬ বলে ২৬ রানের ধীর ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারন। ক্যাপ্টেন পল স্টার্লিং করেন ১৩ বলে ২১ রান। তিনি ৪টি চার মারেন। অ্যান্ডি বলবির্নি ১৭ বলে ১৬ রান করেন। মারেন ৩টি চার। ১১ বলে ১১ রান করেন লরকান টাকার। ৮ বলে ১৩ রানের যোগদান রাখেন হ্যারি টেক্টর। ১০ বলে ১৭ রান করে আউট হন জর্জ ডকরেল।
শ্রীলঙ্কার হয়ে ৩.২ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন দাসুন শানাকা। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ২টি উইকেট নেন মাহিশ থিকশানা। ৪ ওভারে ৪০ রান খরচ করে একজোড়া উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাথিসা পথিরানা ৩ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া ১টি উইকেট নেন দুষ্মন্ত চামিরা। ২ ওভারে ১২ রান খরচ করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে তিনি কোনও উইকেট পাননি।