বাংলা নিউজ > ক্রিকেট > 124m Mammoth Six: ১২৪ মিটারের দৈত্যাকার ছক্কা প্যারিসের, রাসেলের তাণ্ডবে দাপুটে জয় নাইট রাইডার্সের- ভিডিয়ো

124m Mammoth Six: ১২৪ মিটারের দৈত্যাকার ছক্কা প্যারিসের, রাসেলের তাণ্ডবে দাপুটে জয় নাইট রাইডার্সের- ভিডিয়ো

রাসেলের তাণ্ডবে দাপুটে জয় নাইট রাইডার্সের। ছবি- গেটি।

CPL 2024: গায়ানার বিরুদ্ধে দাপুটে জয়ের সুবাদে নাইট রাইডার্স চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে।

ইনিংসের ১৫তম ওভারে নিকোলাস পুরান যখন আউট হন, ত্রিনবাগো নাইট রাইডার্সের স্কোর ছিল ৫ উইকেটে ৮৯ রান। জয়ের জন্য তখনও টিকেআরের দরকার ছিল ৫ ওভারে ৬০ রান। অর্থাৎ, ওভার প্রতি ১২ রান করে দরকার ছিল নাইট রাইডার্সের। হাতে ছিল ৫ উইকেট। সুতরাং, লড়াইটা সহজ ছিল না মোটেও।

তবে আন্দ্রে রাসেল ব্যাট হাতে ক্রিজে আসতেই ছবিটা বদলে যায় মুহূর্তে। ১৬তম ওভারে শামার জোসেফের বলে ১টি চার মারেন রাসেল। ১৭তম ওভারে ন্যাথনের বলে ৩টি ছক্কা হাঁকান তিনি। ১৮তম ওভারে কিমো পলের বলে ফের একটি ছয় মারেন দ্রে রাস। ফলে ম্যাচ নাইট রাইডার্সের নাগালের মধ্যে চলে আসে।

শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার ছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের। তবে জয়ের জন্য শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে রাজি ছিলেন না টিম ডেভিড। তিনি কিমো পলের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে নাইট রাইডার্সের জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার পোর্ট অফ স্পেনে চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ১৯তম ম্যাচে সম্মুখসমরে নামে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স ও শাই হোপের নেতৃত্বাধীন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গায়ানা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৮ রান সংগ্রহ করে।

আরও পড়ুন:- Who is Hasan Mahmud: ৫ ওভারেই শিকার রোহিত-গিল-কোহলি, কে এই হাসান মাদমুদ? চিনুন বাংলাদেশের তরুণ পেসারকে

আট নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন রোমারিও শেফার্ড। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৫১ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া ২৮ বলে ৩৪ রান করেন টিম রবিনসন। মারেন ৪টি চার। ২৫ বলে ২১ রান করেন ডোয়েন প্রিটোরিয়াস। তিনি ২টি চার মারেন। মইন আলি ১১, শিমরন হেতমায়ের ৭ ও শাই হোপ ৫ রান করে সাজঘরে ফেরেন।

নাইট রাইডার্সের হয়ে ১৯ রানে ২টি উইকেট নেন ওয়াকার সালামখেইল। ২৪ রানে ২টি উইকেট নেন সুনীল নারিন। ১টি করে উইকেট নেন আকিল হোসেন ও ডোয়েন ব্র্যাভো। ২ ওভারে ২০ রান খরচ করেও উইকেট পাননি আন্দ্রে রাসেল।

আরও পড়ুন:- India Playing XI: কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান

জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে তারা। ৫ ম্যাচে ৪টি জয়-সহ ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে নাইট রাইডার্স।

আরও পড়ুন:- Kohli's Heartwarming Gesture: টিম বাস থেকে আঙুল তুলে দেখালেন এক অনুরাগীকে, কোহলির আচরণ মন ছুঁল ক্রিকেটপ্রেমীদের- ভিডিয়ো

আন্দ্রে রাসেল ১৫ বলে ৩৬ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ২৪ বলে ৩১ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন টিম ডেভিড। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ২৯ রান করেন শাক্কের প্যারিস। তিনি ২.৫ ওভারে গুড়াকেশ মোতির বলে একটি ১২৪ মিটারের দৈত্যাকার ছক্কায় তাক লাগিয়ে দেন সকলকে।

১৭ বলে ১৯ রান করেন নিকোলাস পুরান। মারেন ১টি চার ও ১টি ছক্কা। সুনীল নারিন ৬ বলে ১১ রান করে আউট হন। ম্যাচের সেরা হন দ্রে রাস।

ক্রিকেট খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.