কর্ণাটকর বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে শতরানের সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি আয়ুষ মাত্রে। তবে সেঞ্চুরি থেকে খুব বেশিদিন দূরে রাখা গেল না মুম্বইয়ের ১৭ বছর বয়সী ওপেনারকে। মঙ্গলবার নাগাল্যান্ডের বিরুদ্ধে বিজয় হাজারের ম্যাচে মারাকাটারি শতরান করেন আয়ুষ। যদিও নিশ্চিত ডাবল সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি।
নাগাল্যান্ডের বিরুদ্ধে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন কেকেআরের অংকৃষ রঘুবংশী। এর আগে তিনি অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান করেছিলেন। সুতরাং, চলতি বিজয় হাজারে ট্রফিতে এই নিয়ে দু'বার ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন অংকৃষ।
দুর্বল নাগাল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নামেননি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। খেলেননি সূর্যকুমার যাদবও। শ্রেয়সের বদলে মুম্বইকে এই ম্যাচে নেতৃত্ব দেন শার্দুল ঠাকুর। শার্দুলের ব্যাটের হাত যে মন্দ নয়, এতদিনে সেটা সবার জানা। নাগাল্যান্ডের বিরুদ্ধে শার্দুল আট নম্বরে ব্যাট করতে নেমে ধ্বংসাত্মক মেজাজে অর্ধশতরান করেন।
আমদাবাদে নাগাল্যান্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির সি-গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৪০৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। অংকৃশ রঘুবংশী ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৬৬ বলে ৫৬ রান করে আউট হন।
ঝোড়ো শতরান আয়ুষের
আয়ুষ মাত্রে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান মাত্র ৮৪ বলে। সাহায্য নেন ১১টি চার ও ৩টি ছক্কার। আয়ুষ ১২টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১০৪ বলে দেড়শো রানের গণ্ডি টপকান। শেষমেশ ১১৭ বলে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। মারেন ১৫টি চার ও ১১টি ছক্কার।
আরও পড়ুন:- India Beat Maldives: বছর শেষে বিরাট জয়, মলদ্বীপকে ১৪ গোলের মালা পরাল ভারতের মেয়েরা
মারকাটারি হাফ-সেঞ্চুরি শার্দুলের
শার্দুল ঠাকুর ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ২৮ বলে ৭৩ রান করে নট-আউট থাকেন। মারেন ২টি চার ও ৮টি ছক্কা। উইকেটকিপার প্রসাদ পাওয়ার ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৮ রান করে আউট হন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন সূর্যাংশ শেজ।
জয় বিস্তা ২ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি অথর্ব আঙ্কোলেকর। ৫ রান করে নট-আউট থাকেন হিমাংশু সিং।