সাম্প্রতিক পারফরমেন্স তাঁর যাই হোক না কেন, তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি। এই নামই কাফি প্রতিপক্ষ দলের জন্য। চেন্নাই সুপার কিংসে নিজে হাতে তৈরি করেছেন একাধিক ক্রিকেটার। অতীতে রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর থেকে এখনকার শিবম দুবে, রুতুরাজ গায়েকওয়াড়, তিনি নিজে হাতেই গড়ে দিয়েছেন একাধিক তারকা ক্রিকেটারকে। সকলেই ধরে নেন, উইকেটের পিছনে এমএস ধোনি যেভাবে বোলারদের সাহায্য করেন, মাহি হয়ত সত্যিকারের সেভাবেই সকলকে চামচে করে খাবার এগিয়ে দেন। কিন্তু বিষয়টা যে একদমই তা নয়, বরং ক্রিকেটারদের সাবলম্বি করে তুলতে অন্য পন্থা নেন এমএসডি, সেটাই জানাচ্ছেন তাঁর দলের সতীর্থ শার্দুল ঠাকুর। সিএসকের হয়ে এবং জাতীয় দলে খেলা এই ক্রিকেটার অনেকদিন ধরেই ধোনিকে দেখছেন।
আরও পড়ুন-'গম্ভীর একদমই অহংকারী নয়, ও জিততে ভালোবাসে, হেরে গেলে কাঁদত', বলছেন ছোটবেলার কোচ
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন ধোনিকে নিয়ে শার্দুল বলছেন, ‘ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতা আমার খুব ভালো। ও সব সময় চেষ্টা করে যাতে আমাদের উন্নতি হয়। আমাদেরকে সব সময় সমর্থন করে, যদি আমরা নিজেদের প্ল্যান নিয়ে আসি। সবসময় একটা কথা বলে, ‘কাল যদি আমি না থাকি উইকেটের পিছনে তখন তোমরা কি করবে? ঘরে ফিরে নিজেদের খেলার দিকে মনোনিবেশ কর, নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে প্ল্যান বের করে আনো। যদি সেগুলো কাজে না লাগে, তখন আমি হস্তক্ষেপ করব বিষয়গুলিতে’’।
আরও পড়ুন-নিময় না জানা আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা! খেসারত দিতে হল রোহিতদের, তুঙ্গে বিতর্ক
শার্দুল আরও বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি একটা আলাদা ছাপ রেখে গেছে। প্রচুর যুব ক্রিকেটারদের তুলে এনেছে। এই ভারতীয় দলের অনেক ক্রিকেটারই রয়েছে যাদের এক সময় খারাপ ফর্ম গেছে যখন তাঁদেরকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠেছিল, যেমন রোহিত শর্মা বা বিরাট কোহলি। কিন্তু মহেন্দ্র সিং ধোনি ওদের পাশেই ছিল, আর দেখ ওরা এখন কতটা সফল হয়েছে ২০১২ সালের পর থেকে’।
আরও পড়ুন-বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর এবার অষ্টম বাছাইকে পর্যদুস্ত করে কুস্তির সেমিতে ভিনেশ
চলতি বছরের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি খেললেও তাঁর পারফরমেন্স তেমন চোখে লাগার মতোনও ছিল না। গোটা আইপিএলই চোটে চোটে ভুগেছেন তিনি। কোমরে পড়েছেন বেল্ট, পায়ে লাগিয়েছেন আইসব্যাগ। এই পরিস্থিতিতে তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, দায়িত্ব পেয়েছেন রুতুরাজ গায়েকওয়াড়। তিনি ব্যাট হাতে সফল হলেও অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারেননি। এখনও তাঁর মধ্যে অধিনায়কের সমস্ত অভিজ্ঞতা না আসায়, সিএসকে ফ্যানরা চাইছেন পরের বছরও যেন উইকেটের পিছন থেকে সকলকে গাইন করেন মাহি।