ঘরের মাঠে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে যে দল নিয়ে রঞ্জি ম্যাচ খেলতে নামে মুম্বই, তাকে আন্তর্জাতিক দল বলাই শ্রেয়। কেননা দলের ছ'জন ক্রিকেটার রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, শিবম দুবে ও শার্দুল ঠাকুর বিস্তর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। জাতীয় দলে ডাক পেয়েছেন তনুষ কোটিয়ানও।
এমন তারকাখচিত দল নিয়েও জম্মু-কাশ্মীরের কাছে ম্যাচ হারল মুম্বই। তাও আবার আড়াই দিনের মধ্যেই। উল্লেখযোগ্য বিষয় হল, হোম অ্যাডভান্টেজ ছাড়াও টস-ভাগ্যও সঙ্গ দেয় মুম্বইয়ে। তারা টস জিতে নিজেদের পছন্দ মতো শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে সব প্রতিকূলতা ডিঙিয়ে ম্যাচ জিতে নেন আবদুল সামাদরা।
মুম্বইয়ের প্রথম ইনিংস
বিকেসি-র শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১২০ রানে। তাদের ইনিংস স্থায়ী হয় ৩৩.২ ওভার। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন শার্দুল ঠাকুর। তিনি ৫৭ বলে ৫১ রান করেন। রোহিত শর্মা ৩ ও যশস্বী জসওয়াল ৪ রান করে মাঠ ছাড়েন।
অজিঙ্কা রাহানে ১২ ও শ্রেয়স আইয়ার ১১ রান করেন। খাতা খুলতে পারেননি শিবম দুবে। জম্মু-কাশ্মীরের হয়ে প্রথম ইনিংসে ৪টি করে উইকেট নেন উমর নাজির মীর ও যুধবীর সিং। আকিব নবি ২টি উইকেট সংগ্রহ করেন।
জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস
পালটা ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর তাদের প্রথম ইনিংসে ২০৬ রান তোলে। তারা ৪১.৩ ওভার ব্যাট করে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে মুম্বইয়ের থেকে ৮৬ রানের লিড নেয় তারা। শুভম খাজুরিয়া ৫৩, আবিদ মুস্তাক ৪৪ ও আবদুল সামাদ ১৯ রান করেন। মুম্বইয়ের মোহিত আবস্তি প্রথম ইনিংসে ৫টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন শামস মুলানি ও শার্দুল ঠাকুর। ১টি উইকেট নেন শিবম দুবে।
মুম্বইয়ের দ্বিতীয় ইনিংস
মুম্বই দ্বিতীয় ইনিংসে একসময় ১০১ রানে ৭ উইকেট হারায়। শার্দুলের শতরান ও তনুষ কোটিয়ানের হাফ-সেঞ্চুরিতে ভর করে শেষমেশ তারা দ্বিতীয় ইনিংসে তোলে ২৯০ রান। তারা ৭৪ ওভার ব্যাট করে। শার্দুল ১৩৫ বলে ১১৯ রান করেন। তিনি ১৮টি চার মারেন। তনুষ ৬২ রান করে মাঠ ছাড়েন।
রোহিত ২৮, যশস্বী ২৬, রাহানে ১৬ ও শ্রেয়স আইয়ার ১৭ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হন শিবম দুবে। জম্মু-কাশ্মীরের হয়ে দ্বিতীয় ইনিংসে আকিব নবি ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন যুধবীর সিং। ২টি উইকেট নেন উমর নাজির।
জম্মু-কাশ্মীরের দ্বিতীয় ইনিংস
জয়ের জন্য জম্মু-কাশ্মীরের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২০৫ রানের। তারা শেষ ইনিংসে ৪৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ উইকেটে জয়ের সুবাদে ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঘরে তোলে জম্মু-কাশ্মীর।
শুভম খাজুরিয়া ৪৫, বিব্রান্ত শর্মা ৩৮, আবদুল সামাদ ২৪ ও আবিদ মুস্তাক অপরাজিত ৩২ রান করেন। শামস মুলানি শেষ ইনিংসে মুম্বইয়ের হয়ে ৪টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন যুধবীর।