বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় টেস্ট ড্র ঘোষণা হওয়ার পর রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। অশ্বিন ভারতের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচে ৫৩৭টি উইকেট নিয়েছেন। এদিন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ক্রিকেট থেকে অবসর নিলেন অশ্বিন, সামগ্রিক পরিসংখ্যানে ভারতের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলের (৬১৯ উইকেট) পরেই রয়েছে তাঁর নাম।
তবে বর্ডার গাভাসকর ট্রফির মাঝে এরকম ভাবে অবসর নেওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার তিনি নন, আগে অনেকে নিয়েছেন। সাম্প্রতিক কালে মহেন্দ্র সিং ধোনিও BGT চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী।অশ্বিনের অবসরের দিন সেই পুরোনো স্মৃতি তুলে ধরলেন তিনি।শাস্ত্রী তুলে ধরেন, মাত্র ৫ মিনিটে শেষ হয়ে যাওয়া ধোনির বিদায়ী অনুষ্ঠানের কথা।
মহেন্দ্র সিং ধোনি ২০১৪ সালে বর্ডার গাভাসকর ট্রফির মাঝপথে হটাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তাঁর সিদ্ধান্তের বিষয়টি আগে থেকে কেউ জানতেই পারেনি, অবাক হয়ে গিয়েছিল প্রত্যেকে। মেলবোর্নের সেই দিনের কথা স্মরণ করতে গিয়ে শাস্ত্রী জানান, টেস্টের শেষে ধোনি দলের বাকি সদস্যদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।
SEN রেডিওতে তিনি বলেন, ‘ধোনি অপেক্ষা করছিল। আমি সেই সময় কোচ ছিলাম। ও আমার কাছে এসে বললো - রবি, আমি দলের সদস্যদের সঙ্গে ৫ মিনিট কথা বলতে চাই। আমরা MCG-তে সেই টেস্টটি ড্র করেছিলাম।আমি বলেছিলাম, নিশ্চই। ভেবেছিলাম ও বলবে- ভালো খেলেছ সবাই। কিন্তু তার বদলে সে বলে - ধন্যবাদ, আমার যাত্রা এখানেই শেষ হল!’
তিনি আরও বলেন, “তখনও একটি টেস্ট ম্যাচ বাকি। ও শুধু পাঁচ মিনিটের ভাষণ দেয়। কোনও ক্ষোভ নেই, কোনও ছলনা নেই। সে বলে- ‘আমার দিন শেষ। আমায় সমর্থন করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের জানাতে চাই যে আমি সিডনিতে থাকব না, তবে তোমাদের জন্য আমার সর্বাত্মক সমর্থন থাকবে।’ ওর অবসরের কারণ, এরপর বিশ্বকাপ ছিল। আর ও ছিল বিশ্বকাপ দলের অধিনায়ক।"
সেই সময় ড্রেসিংরুমের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘আমি ড্রেসিংরুমের চারপাশে তাকালাম। আমি খেলোয়াড়দের জিজ্ঞাসা করেছিলাম যে সে তাদের সঙ্গে আগে এনিয়ে কথা বলেছিল কিনা। কারোর কাছেই কোনও আভাস ছিল না! এমনকি ও যাদের সঙ্গে তিন দিন আগে বাইরে সময় কাটিয়েছিল তারাও কিছু জানত না। কারোরই ধারণা ছিল না যে সে এসে এমন একটা সিদ্ধান্তের কথা জানাবে।’ এভাবেই ধোনির প্রিয় ক্রিকেটার অশ্বিনও দাঁড়ি টানলেন আন্তর্জাতিক ক্যারিয়ারে। দুজনেই যদিও এখনও আইপিএল খেলেন। এবারও দেখা যাবে চেন্নাই সুপার কিংসের হয়ে।