শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার প্রতিযোগিতার প্র্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচে বিরাট ব্যবধানে জয় পেয়েছে কিউয়িরা। করাচিতে প্রথমে ব্যাট করে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। ম্যাচে ৬০ রানে জয় পায় তারা। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে ওপেনার উইল ইয়ং অসাধারণ শুরু করেন। উল্টোদিক থেকে উইকেট পড়লেও নিজের ব্যাটিং চালিয়ে যান তিনি। একটা সময় টম লাথামের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলনে, যা নিউজিল্যান্ডের বড় রানের ভিত্তি স্থাপন করে দেয়।
১১৩ বলে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হয়ে যান উইল। অন্যদিকে ১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত ছিলেন টম। ভালো ব্যাট করেন গ্লেন ফিলিপ্সও। ৩৯ বলে ৬১ রান করেন তিনি। সব মিলিয়ে ৫০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এই জয়ের ফলে টুর্নামেন্টের প্রথম বাধা অতিক্রম করে ফেলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিরুদ্ধে যদি না পরাজিত হয় তবে ধরে নেওয়া যায় প্রতিযোগিতার পরের রাউন্ডে পৌঁছে যাবে নিউজিল্যান্ড। গ্রুপে পাকিস্তান বাদে একমাত্র কঠিন প্রতিপক্ষ হিসাবে রয়েছে ভারত। তবে এতো ভালো পারফরম্যান্স করার পরেও নিউজিল্যান্ডকে প্রতিযোগিতার ফেভারিট মানতে নারাজ শিখর ধাওয়ান।
একটি মজার ভিডিয়োতে তেমনই বলতে দেখা গেল এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন নিউজিল্যান্ডের খেলোয়াড় রস টেলর হিন্দিতে বলছেন, ‘নিউজিল্যান্ড জিতেগা?’ এই শুনে হাসতে শুরু করেন শিখর। তিনি যেন কিছুতেই এই কথাটি বিশ্বাস করতে পারছেন না।ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেটি। উল্লেখ্য, প্রথম ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পরের ম্যাচ রয়েছে ২৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের সঙ্গে তাদের ম্যাচ রয়েছে ২ মার্চ। প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ৮টি দল। তাদের ভাগ করা হয়েছে ২টি গ্রুপে।