শিখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেট এবং সেই সঙ্গে আইপিএল-সহ ভারতের ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন খুব বেশিদিন হয়নি। যদিও ক্রিকেটের মাঠ থেকে দূরে সরে থাকেননি গব্বর। অবসর ঘোষণার ঠিক পরেই লেজেন্ডস লিগে মাঠে নামেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। তার পরেই নেপাল প্রিমিয়র লিগে অংশ নিতে পৌঁছে যান পড়শি দেশে।
এবছর নেপাল প্রিমিয়র লিগে মাঠে নামছেন বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা। তবে শিখর ধাওয়ানকে নিয়ে যে উৎসাহ চোখে পড়ছে নেপালে, তা এককথায় নজির বিহীন। ধাওয়ানকে নিয়ে নেপালের ক্রিকেটপ্রেমীদের উদ্দীপনা কার্যত পাগলামির পর্যায়ে পৌঁছে গিয়েছে। ধাওয়ান নিজেও বিষয়টা উপভোগ করছেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ধাওয়ান ধন্যবাদ জানান নেপালের ক্রিকেটপ্রেমীদের। তিনি লেখেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ নেপাল।’ ধাওয়ান অবশ্য শুধু সোশ্যাল মিডিয়ায় নেপালের ক্রিকেটপ্রেমীদের কৃতজ্ঞতা জানান, এমনটাই নয়। বরং ব্যাট হাতেও মনোরঞ্জন করা শুরু করে দিয়েছেন দর্শকদের। ইতিমধ্যেই নেপাল প্রিমিয়র লিগের ৪টি ম্যাচে মাঠে নেমে ২টি বড় ইনিংস খেলেছেন তিনি। যদিও ২টি ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি শিখর।
টুর্নামেন্টের মাঝেই ধাওয়ান অবশ্য উপভোগ করছেন নেপালের প্রাকৃতিক সৌন্দর্য্য। তাঁকে দেখা যায় এভারেস্টের বেস ক্যাম্পেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে শিখর ধাওয়ানকে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এবছর কর্নালি ইয়াকসের হয়ে নেপাল প্রিমিয়র লিগে মাঠে নামছেন শিখর ধাওয়ান। এনপিএলে খেলতে নেমেই ধাওয়ান বুঝিয়ে দিচ্ছেন যে, চাইলে অনায়াসে আইপিএল খেলা চালিয়ে যেতে পারতেন আরও কয়েক বছর।
জনকপুর বোল্টসের বিরুদ্ধে কর্নালি ইয়াকসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করে আউট হয়ে বসেন ধাওয়ান। পরে কাঠমান্ডু গোর্খাসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন তিনি। সেই ম্যাচে ৫১ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন শিখর। মারেন ৪টি চার ও ৫টি ছক্কা।
চিতওয়ান রাইনোজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ধাওয়ান ৪১ বলে ৪৫ রান করেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। শেষে বিরাটনগর কিংসের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ধাওয়ান ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৫ রান করে আউট হন। অর্থাৎ, চলতি নেপাল প্রিমিয়র লিগের চার ম্যাচে মাঠে নেমে ধাওয়ান ৪৫.৩৩ গড়ে সাকুল্যে ১৩৬ রান সংগ্রহ করেছেন।