আজ ৪ অগাস্ট, ফ্রেন্ডশিপ ডে। আসলে অগাস্ট মাসের প্রথম রবিবারকে ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করা হয়ে গোটা বিশ্ব জুড়েই। বন্ধুত্বের দিবসে স্কুলে একে অপরের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়িয়ে বন্ধুত্ব অটুট রাখার বার্তা দেন পড়ুয়ারা। বড়দের আবার এসব দিন সেলিব্রেট করার সময় হয়না, যদিও বন্ধুকে কথা উঠলেই এই দিনে নষ্টালজিক হয়ে পড়েন তারকারা। এই যেমন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার বিষয় কথা বলতে গিয়েই পুরনো স্মৃতি টাটকা হয়ে গেল শিখর ধাওয়ানের। হিটম্যানের সঙ্গে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং করেছেন, অস্ট্রেলিয়াসহ বহু দেশের বিপক্ষেই ভারতীয় দলের গব্বর যখন বুক চিতিয়ে লড়তেন, তখন পাশে থাকতেন বন্ধু রোহিত। হিটম্যান জিতেছেন টি২০ বিশ্বকাপ, এবার বন্ধুর অজানা রহস্য ফাঁস করলেন শিখর ধাওয়ান।
শিখর ধাওয়ানের কথায় জানা গেল, মুম্বইকর রোহিত নাকি শিখর ধাওয়ানের গলায় পঞ্জাবি গান শুনতে বেশ পছন্দ করতেন। বোলারদের শাসন করতে করতে শিখর যদি দুচার লাইন গাইতেন, তখন ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা অভিনিত পুত জাতান দে সিনেমায় সুরিন্দর শিন্ডের গলায় পঞ্জাবি গান নাকি গাইতেন রোহিতও। এভাবেই নিজেদের কঠিন পরিস্থিতিতে শান্ত এবং চাপহীন রাখতেন তাঁরা।
ফ্রেন্ডশিপ ডে-তে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত শর্মাকে নিয়ে শিখর ধাওয়ান বলেন, ‘ ও খুব পছন্দ করত যখন আমি একটা গান করতাম, ‘পুত জাতান দে বুলাওদে বাকরে’। ও এই গানটা শুনলেই আমার কাছে এসে আরও দুয়েক লাইন গেয়ে যেত, এটা একাধিকবারই হয়েছে মাঠে। ও গানটার কয়েকটা লাইন মনে রাখত আর গাওয়ার পরই হেসে ফেলত, বোঝাতে চাইত যে ও বিন্দাস আছে। ওর সঙ্গে আমি ৮-১০ বছর ওপেনিং করেছি। ও মন থেকে খুব ভালো। আমার সব থেকে পছন্দের ওপেনিং পার্টনার রোহিতই।’।
আরও পড়ুন-আপাতত শাস্তির হাত থেকে বাঁচলেন শাহিন! শৃঙ্খলাভঙ্গ করেও পার পেয়ে গেলেন এযাত্রায়…
রায়ুডুর সঙ্গে এক মজার কথাও জানিয়েছেন শিখর। তিনি বলছেন, ‘আমার মনে পড়ছে না কোন ম্যাচ, হয় অস্ট্রেলিয়া নয় নিউজিল্যান্ড। আমি বেশ ভালো মেজাজে ছিলাম। রায়ুডু ব্যাট করতে এসে জিজ্ঞাসা করেছিল বোলার কি করছে, ও ভেবেছিল আমি ওকে বলব, সুইং হচ্ছে কিনা। আমি মজা করে উত্তর দি যে ফাস্ট বোলিং করছে, এরপর ও চুপ করে যায়। এরকম অনেক ভালো মূহূর্ত ভারতীয় দলে কাটিয়েছি ’।