টি২০ বিশ্বকাপে এবারে ফর্মের ধারে কাছে নেই বিরাট কোহলি। সেই আয়ারল্যান্ড ম্যাচ থেকে শুরু এরপর পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচেও নিজের ছন্দে দেখা যায়নি বিরাটকে, এই প্রতিযোগিতার ইতিহাসে যা বিরল। এখনও পর্যন্ত ২০২৪ টি২০ বিশ্বকাপের তিনটি ম্যাচ মিলিয়ে ১০ রানের গণ্ডিও টপকাতে পারেননি ভারতীয় দলের পোস্টার বয়। গত ম্যাচে তো গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফিরেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং করেননা, তাই নতুন পজিশনে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে বোঝাই যাচ্ছে। টিম ম্যানেজমেন্টও বিরাটকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ বিরাটকে পিছিয়ে ফার্স্ট ডাউনে আনতে গেলে যশস্বী জয়সওয়ালকে দলে সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে গোটা দলেরই কম্বিনেশন ঘেঁটে যাবে। এবার কোহলির খারাপ পারফরমেন্স নিয়ে মুখ খুললেন দলের সতীর্থ শিবম দুবে।
আরও পড়ুন-কোন ক্লাবের হয়ে অবসর নেবেন লিওনেল মেসি? জানিয়ে দিলেন তিনি, মন খারাপ সমর্থকদের
বিরাটকে ফার্স্ট ডাউনে আনতে গেলে কোনও একজন ব্যাটারকে বসাতে হবে। কিন্তু এই মূহূর্তে দলের কম্বিনেশন অত্যন্ত ভালো। দুজন ফাস্ট বোলিং অলরাউন্ডারের পাশাপাশি দুজন স্পিনার অলরাউন্ডার রয়েছে, এছাড়া তিন পেসার। ফলে ব্যাটার বলতে হাতে গোনা চারজন, রোহিত , বিরাট, পন্থ এবং সূর্যকুমার। তাই বিরাটকে ওপেনিংয়েই আরও কয়েকটা ম্যাচে সুযোগ দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। সেই নিয়ে এবার বড় মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়া শিবম দুবে। দলের কম্বিনেশনে যে কোনও বদল আনা হবে না স্পষ্টই জানাচ্ছেন এই অলরাউন্ডার।
আরও পড়ুন-ওমানের বিরুদ্ধে ১০১ বল বাকি থাকতে জয় বাটলার-আর্চারদের, সুপার এইটের পথ মসৃণ করল ইংল্যান্ড
শিবম দুবে বলছেন, ‘আমি এই মূহূর্তে দলের কম্বিনেশনে বদল হওয়ার কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিরাট কোহলির খারাপ সময় যাওয়া মানেই ভালো সময় আসার অপেক্ষায় থাকা। কয়েকটা ম্যাচে কম রানে আউট হওয়া মানেই পরের তিন ম্যাচে শতরান করে হয়ত কোহলি কামব্যাক করবেন। এটাই ওর খেলার স্টাইল। আমি বিরাট কোহলি নই, তাই ওকে নিয়ে মন্তব্য করার কেউ নই আমি'।
আরেক প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়াডু বলছেন, ' পাকিস্তান ম্যাচে ভালো শট খেলতে গিয়ে আউট হয়েছে বিরাট কোহলি। একটা দুর্দান্ত কভার ড্রাইভও মেরেছিল। টাইমিং ঠিক না হওয়ায় এরপর ক্যাচ আউট হয়ে গেছিল। যে মানসিকতা নিয়ে বিরাট এবং রোহিত শর্মা ব্যাটিং করেছেন, সেই একই মানসিকতা ধরে রাখতে পারলে ভালো সময় আসতে দেরি নেই। বড় মঞ্চে এমন ম্যাচ দেখা যাবে, যেখানে দুজনের মধ্যে একজন ব্যাটার দাঁড়িয়ে গিয়ে একাই ভারতকে জিতিয়ে দেবে একপেশে ভাবে ’।
আরও পড়ুন-২ কিমি দৌড়াতে সময় নয় ২০ মিনিট, কোনও কথা শোনে না, আজম খানকে নিয়ে বিস্ফোরক হাফিজ
আইপিএলে ৭০০ রানের ওপর এবারে করেছিলেন বিরাট কোহলি। ওপেনিংয়েই খেলেছিলেন তিনি। সেই কারণেই তাঁকে দিয়ে ওপেনিং করানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। যদিও সাম্প্রতিক সময় আন্তর্জাতিক টি২০ খুব বেশি খেলেনি কোহলি, আফগানিস্তানের বিরুদ্ধে বছরের শুরুতে খেললেও ওপেনিং করেননি। তাই নতুন পজিশনে মানিয়ে নিতে একটু সময় লাগছে তাঁর, মত বিশেষজ্ঞদের।