বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারতের চাপের কাছে নতি স্বীকার করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে হাইব্রিড মডেলে রাজি হয়েছে পাকিস্তান। তবে PCB-র তরফে বেশ কিছু দাবি রাখা হয়েছে। প্রথম দিকে পুরো প্রতিযোগিতা নিজেদের দেশে আয়োজন করার বিষয়ে স্থির ছিল পাকিস্তান। তবে শেষ বৈঠকে জট কেটেছে বলে মনে করা হচ্ছে। নমনীয় হয়েছে ICC এবং PCB। জানা যাচ্ছে, পাকিস্তানের তরফে দাবি রাখা হয়েছে ভবিষ্যতে ভারতে আয়োজিত সব ICC টুর্নামেন্টের ক্ষেত্রেও হাইব্রিড মডেল ব্যবহার করতে হবে। আর এই পুরো বিষয়টা যেভাবে সমাধান হয়েছে সেটাকে ভালো ভাবে নিচ্ছেন না প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।
একটি পাকিস্তানি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় শোয়েব PCB-র ICC- র কাছে অধিক রেভিনিউ দাবি করার বিষয়টিকে যুক্তিযুক্ত বলে দাবি করেন। তবে পরবর্তী ICC ইভেন্টের ক্ষেত্রে পাকিস্তান যে ভারত সফরে যাবে না সেই বিষয়টিকে সমর্থন করছেন না তিনি। শোয়েব আখতার বলেন, 'এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। আপনি হোস্টিং রাইটস এবং রেভিনিউ দুটোই পাচ্ছেন -এটা ভালো সেটা আমরা সবাই বুঝতে পারছি। পাকিস্তানের পদক্ষেপ একদম সঠিক ছিল। তারা কেন কঠোর পদক্ষেপ নেবে না? আমরা আমাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য তৈরি ছিলাম, তারা আসতে রাজি হয়নি। তাহলে তার জন্য অবশ্যই আমাদের বেশি রেভিনিউ প্রাপ্য।'
তবে শোয়েব আখতার মনে করেন পাকিস্তানের ভারতে দল পাঠানো উচিত। PCB-র এমনভাবে দল তৈরি করা উচিত যাতে তারা ভারতকে পরাজিত করতে পারে। তিনি বলেন, 'আমার মনে হয় ভারতে গিয়ে খেলার দিক থেকে আমাদের তরফেই বন্ধুত্বের হাত বাড়ানো উচিত। আমি সব সময় বিশ্বাস করি তাদের ঘরে গিয়ে খেল এবং ওখানেই ওদের মারো। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেলে আয়োজিত হবে সেটা আগেই ঠিক হয়ে গিয়েছিল।
বর্তমানে জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ভারতের ম্যাচগুলি আয়োজিত হতে পারে দুবাইতে। এমনকী যদি সেমিফাইনাল এবং ফাইনালে ভারত পৌঁছয় সেক্ষেত্রেও খেলাগুলি দুবাইয়ে হতে পারে। যদি ভারত গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে পৌঁছতে না পারে সেক্ষেত্রে সেমিফাইনাল এবং ফাইনাল পাকিস্তানেই আয়োজিত হবে। তবে পুরো বিষয়টা এখনও আলোচনার স্তরে রয়েছে। শেষ পর্যন্ত কী হবে তা জানা যাবে ICC-র বিবৃতিতে।