বৃহস্পতিবারই আইসিসি টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে ভারত এবং ইংল্যান্ড দল। এবারের সেমিফাইনালে অপরাজিতভাবেই এসেছে ভারতীয় দল। সেমির আগে অবশ্য ইংল্যান্ড দল গ্রুপ স্টেজ এবং সুপার ৮, দুই পর্যায় একটি করে ম্যাচে হেরেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দঃ আফ্রিকার বিপক্ষে সুপার ৮-এর ম্যাচে হারার আগে গ্রুপ স্টেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই খেলায় ধার বেড়েছে ইংরেজদের। এখন তাঁরা যথেষ্টই ব্যালেন্সড দল। ভারতের বিপক্ষেও ম্যাচে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী জস বাটলারের দল। যদিও বিষয়টা মোটেই আগের বারের মতো সহজ হবে না তাঁদের কাছে, তা বলাই বাহুল্য। কারণ ২০২২ টি২০ বিশ্বকাপের উইকেটের সঙ্গে এবারের উইন্দিজের উইকেটের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এরই মধ্যে দুই দলের অধিনায়কের মধ্যে ব্যাপক মিল খুঁজে পাওয়া গেল।
আরও পড়ুন-অতীতে বিশ্বকাপের সেমির গণ্ডি পার করেনি প্রোটিয়ারা, এবার কি কাটবে ফাঁড়া?
রোহিত শর্মার নেতৃত্বে ২০২২ টি২০ বিশ্বকাপে লজ্জার হার হারতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। এবার তাই তাঁর কাছে ব্যক্তিগতভাবেও এই ম্যাচ বদলার, সম্মানরক্ষার। এটাই অধিনায়ক হিসেবে তাঁর আইসিসি ট্রফি জয়ের সম্ভাব্য শেষ সুযোগ। স্টার্ককে কচুকাটা করে আগের ম্যাচেই রোহিত বুঝিয়ে দিয়েছেন তাঁর ভিতরে জয়ের জন্য ঠিক কতটা তাগিদ রয়েছে। এবার ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল নামার আগেই তাঁদের অধিনায়কের সঙ্গে মুম্বইকর রোহিতের ব্যাপক মিল খুঁজে পাওয়া গেল, এত মিল দেখে মনে হতেই পারে বাটলার এবং রোহিত হয়ত মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই।
আরও পড়ুন-‘ওদের সেমিতে খারাপ অভিজ্ঞতা আছে, আমাদের নেই’, দঃ আফ্রিকা ম্যাচের আগে হুঙ্কার ট্রটের
এখনও পর্যন্ত ৭টি ম্যাচের মধ্যে দুই দলেরই একটি ম্যাচে করে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। রোহিত শর্মা এবং জস বাটলার, দুই অধিনায়কই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ওপেনার হিসেবে। দুই ব্যাটারই এবারের টি২০ বিশ্বকাপে ৬টি ইনিংসে খেলতে নেমেছেন। ৬ ইনিংসে কাকতালীয়ভাবে দুই অধিনায়ক অর্থাৎ রোহিত শর্মা এবং জস বাটলারের রানের সংখ্যা ১৯১। তবে এর পরের পরিসংখ্যান আরও চমকপ্রদ। দুই ক্রিকেটারই বল খেলেছেন ১২০টি। ফলে তাঁদের দুজনের স্ট্রাইক রেটও সমান ১৫৯.১৬।
আরও পড়ুন-বিশ্বকাপে ডাহা ফেল অজিরা, টি২০ দলে কি আসবে বড় বদল?ভেতরের কথা ফাঁস করলেন হেজেলউড
বৃহস্পতিবারের ম্যাচে অবশ্য রোহিত শর্মা অবশ্যই চাইবেন জস বাটলারের থেকে সব বিভাগেই ব্যবধান বাড়িয়ে ফেলতে এবং দলকে জয় এনে দিতে। ইংল্যান্ড অধিনায়কের অবশ্য এক্ষেত্রে সুবিধা রয়েছে সল্ট কয়েকটা ম্যাচ রান পেয়েছেন, সেদিক থেকে রোহিতের বড় চাপ অবশ্যই বিরাটের রানের মধ্যে না থাকা। হিটম্যান তাই অবশ্যই চাইবেন সঙ্গী বিরাটও রানে ফিরুক এবং দেশকে বিশ্বকাপ ফাইনালে তুলুক।