বিশ্বক্রিকেটে বহু ফাস্ট বোলারই আছেন, যারা দাগ কেটে গেছেন। কিন্তু জসপ্রীত বুমরাহর মতো ইমপ্য়াক্ট খুব কম বোলারই ফেলতে পেরেছে। সেটা টি২০ হোক, কি টেস্ট বা ওডিআই। তিন ফরম্যাট মিলিয়ে এখনই ৪০০ উইকেটের মালিক বনে গেছেন এই ক্রিকেটার। দেশকে জিতিয়েছেন টি২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্বক্রিকেটেও সর্বকালের অন্যতম সেরা বোলারদের তালিকায় নাম থাকবে তাঁর।
ভারতীয় দলের টেস্টে অন্যতম সেরা দল হয়ে ওঠার পিছনেও বুমরাহর অবদান কম নয়। ২০১৮ সালে দঃ আফ্রিকা সিরিজে টেস্ট অভিষেকের পর ভারতীয় বোলিং লাইন আপের চেহারাই বদলে যেতে থেকেছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি ইংল্যান্ড, দঃ আফ্রিকাতেও বুমরাহর সৌজন্যে ম্যাচ জিতেছে ভারতীয় দল।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
পেস নয়, লাইন লেন্থেই ফুল ফোটাচ্ছেন বুমরাহ-
টেস্টে মাত্র ৪২ ম্যাচেই ১৮৫ উইকেট তোলা হয়ে গেছে তাঁর। পার্থ টেস্ট জয়ের নেপথ্য কারিগরও ছিলেন তিনি। কিন্তু বুমরাহর টেস্ট ফরম্যাটে বোলিং নাকি মনে ধরছে না বিশ্বক্রিকেটের দ্রুততম বলের মালিক শোয়েব আখতারের। তাঁর মতে, গতি না বাড়ালে বুমরাহর টেস্ট ক্রিকেটে আরও সাফল্য পাওয়া কঠিন। যদিও জিমি অ্যান্ডারসন, গ্লেন ম্যাকগ্রা-রা প্রমাণ করে দিয়েছেন গতিই সব নয়, লাইন লেন্থই আসল।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
টেস্টে লাইন লেন্থ সব নয়-শোয়েব
শোয়েব আখতার বলছেন, ‘টেস্ট ক্রিকেটে অনেক দীর্ঘ বোলিং করতে হয়, ফলে ব্যাটাররা অ্যাটাক করে না খুব একটা। তাই লাইন লেন্থটা সেখানে অতটা প্রভাব ফেলে না। এরপর বল সিম না করলে বোলারের অসুবিধা হয়, তখন দও প্রশ্ন করতে থাকে। আমার মনে হয় ও টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার জন্য ভালোই বোলার। ’। এরপরই ঘুরিয়ে বুমরাহর বোলিং নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
গতি বাড়াতে হবে বুমরাহকে-
শোয়েবের কথায়, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অবশ্য ও তেমন কিছু করতে পারেনি, তবে এটা হয়। কিন্তু ও যদি টেস্ট ক্রিকেট দীর্ঘদিন খেলতে চায় তাহলে ওকে গতি বাড়াতে হবে। কিন্তু গতি বাড়াতে গেলে আবার ওর চোটের প্রবণতা বাড়বে, তাই আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে শুধুই সিমিত ওভারের ক্রিকেটে মনযোগ করতাম। এটা আমার ওপর নির্ভর করত, আমি ঠিক কতটা ফিট বোধ করছি ’।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
সিমিত ওভারে বুমরাহ সেরা-
আখতার অবশ্য সিমিত ওভারের ক্রিকেটে বুমরাহর যে ম্যাজিকাল বোলিং সেটা মেনে নিয়েছেন। তাঁর কথায়, ‘বুমরাহ খুবই ভালো ফাস্ট বোলার ছোট ফরম্যাটের ক্রিকেটে। ও লাইন লেন্থটা ভালো বোঝে। আর ও নিখুঁত বোলিং করতে পারে। আমার মতে ও স্লগ ওভারে খুব ভালো কাজ করে, আর ও বল দুদিকেই ঘোরাতে পারে যেটা বড় বিষয় ’।